দলের বাজে সময়েও টিম সাউদির অন্যরকম সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ এএম, ২৮ অক্টোবর ২০২১
দলের বাজে সময়েও টিম সাউদির অন্যরকম সেঞ্চুরি

টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট দলের। প্রস্তুতি ম্যাচে টানান হারের পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেছে তারা। দলের এমন বাজে সময়ে অবশ্য অন্যন্য রেকর্ড গড়ার নজির গড়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১শ উইকেট শিকার করছেন পেসার টিম সাউদি। বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-২-এর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শততম উইকেট শিকারের স্বাদ পান তিনি। পাকিস্তানের ব্যাটার ও অধিনায়ক বাবর আজমকে বোল্ড করে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এ রেকের্ড গড়েন সাউদি।

টিম সাউদির আগে টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। সাকিব ৯২ ম্যাচে ১১৭ উইকেট নিয়ে সবার উপরে আছেন। আর ৮৪ ম্যাচে ১০৭ উইকেট দ্বিতীয় স্থানে আছেন মালিঙ্গার। এবার নিজের ৮৪তম ম্যাচে শততম উইকেট নিলেন সাউদি।

৫২ ম্যাচে ৯৯ উইকেট নিয়ে তালিকার চতুর্থস্থানে আছে আফগানিস্তানের স্পিনার রশিদ খান। আর ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকারের ক্লাবে নাম লিখবেন রশিদও।

৯৯ ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। এ তালিকায় পঞ্চমস্থানে আছেন পাকিস্তিানের সাবেক এ অধিনায়ক।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেট আমার রক্তে মিশে রয়েছে : সাউদি

টেস্ট ক্রিকেট আমার রক্তে মিশে রয়েছে : সাউদি

ব্যতিক্রম সাউদি, খেলতে চান আরও টেস্ট

ব্যতিক্রম সাউদি, খেলতে চান আরও টেস্ট

ঘোষণা দিয়েই কিউইদের বধ করলো পাকিস্তান

ঘোষণা দিয়েই কিউইদের বধ করলো পাকিস্তান

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের