বৃষ্টি আইনেও সমান স্কোর, সিরিজ জিতলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ পিএম, ২২ নভেম্বর ২০২২
বৃষ্টি আইনেও সমান স্কোর, সিরিজ জিতলো ভারত

বৃষ্টি আইনে টাই হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। যার ফলে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো ভারত। কারণ, প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয়টি ৬৫ রানে জিতেছিল ভারত।

মঙ্গলবার (২২ নভেম্বর) নেপিয়ারে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৬০ রান করে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৫৯ ও গ্লেন ফিলিপস ৫৪ রান করেন। ভারতের অর্শদ্বীপ সিং-মোহাম্মদ সিরাজ ৪টি করে উইকেট নেন।

জবাবে ৯ ওভারে ৪ উইকেটে ৭৫ রান তুলে ভারত। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। তবে বৃষ্টি আইনে সমান (৭৫ রান) স্কোর ছিল ভারতের, ফলে ম্যাচটি টাই হয়।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বৃষ্টিতেই ভেসে গেলো। সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টি কারণে পরিত্যক্ত হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়িয়েছিল। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৬৫ রানে জয় পেয়েছিল ভারত।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিই পরিত্যক্ত হলেও সেরা হয়েছেন সিরাজ ও সিরিজ সেরা হন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় এখন ২৫ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে

ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে

বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

ভারতকে উড়িয়ে ইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড

ভারতকে উড়িয়ে ইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড

ফেক ফিল্ডিংয়ের জন্য কোহলি ‘দায়ী’

ফেক ফিল্ডিংয়ের জন্য কোহলি ‘দায়ী’