টাইব্রেকারে ভারতের কাছে শিরোপা হাতছাড়া করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫
টাইব্রেকারে ভারতের কাছে শিরোপা হাতছাড়া করলো বাংলাদেশ

ভারতের বিপক্ষে মাঠে সমানে সমান লড়াই করেও টাইব্রেকারে শিরোপা জয় হাতছাড়া হলো বাংলাদেশের। টাইব্রেকারে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে ভারত। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সাথে সমান তালে লড়াই করেছে বাংলাদেশের যুবারা। দুর্দান্ত লড়াই করে ইনজুরি টাইমে ম্যাচের একেবারে শেষ মিনিটে ইহসান হাবিব রিদুয়ানের গোলে ২-২ গোলে সমতা ফেরায় লাল সবুজের প্রতিনিধিরা।

ফলাফল নির্ধারণে টাইব্রেকারে ভারতের কাছে পেরে উঠেনি বাংলাদেশ। ভারত চারটি শটই জালে জড়ালেও বাংলাদেশের পক্ষে তিনটি শটের মধ্যে শুধুমাত্র অপু রহমান গোলের দেখা পেয়েছে। বাকি দুই শটে আজম খান ও ইকরামুল ইসলাম সফল হতে পারেননি।

এর আগে ম্যাচের শুরুতে ৩ মিনিটে এগিয়ে যায় ভারত। দারুণ এক প্লেসিং শটে বাংলাদেশের গোলরক্ষক আলিফকে পরাস্ত করে গাংতে। ২৫ মিনিটে কর্ণার থেকে মো: মানিক হেডের সাহায্যে বাংলাদেশকে সমতায় ফেরান।

৩৮তম মিনিটে ডিফেন্ডারদের ভুলে আবারও গোল হজম করে বাংলাদেশ। ভারতের আক্রমন প্রথমে আলিফ রক্ষা করলেও ফিরতি বলে আজলানের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হন ইকরামুল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসতে সমান তালে লড়াই চালিয়েছে বাংলাদেশ। বেশ কিছু আক্রমন থেকে অবশ্য তারা গোলের দেখা পায়নি। শেষভাগে বাংলাদেশ একটি পেনাল্টি জোড়ালো আবেদন করেও সফল হতে পারেনি। ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে ডানদিক থেকে সাব্বির ইসলামের লম্বা থ্রো থেকে রিদুয়ানের দারুণ গোলে বাংলাদেশ শিবির উল্লাসে ফেটে পড়ে।

নাটকীয় ম্যাচটিতে অবশ্য শেষ পর্যন্ত আর সফল হতে পারেনি গোলম রব্বানী ছোটনের দল। রানার্স-আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শিরোপা না পেলেও ফাইনালে ম্যাচ সেরা ফুটবলার হয়েছেন বাংলাদেশকে স্বপ্ন দেখানো রিদুয়ান।



শেয়ার করুন :