একই দলে সিপিএল মাতাবেন গেইল-রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ২৩ মে ২০১৯
একই দলে সিপিএল মাতাবেন গেইল-রাসেল

ফাইল ছবি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরে একই দলে খেলবেন দুই ব্যাটিং দানব ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। ড্রাফট তালিকা থেকে দুই বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে জ্যামাইকা তালাওয়াস।

৫৩৬ ক্রিকেটার নিয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে সিপিএলের ড্রাফট। ড্রাফট থেকে পাঁচ বিদেশি খেলোয়াড় ভেড়াতে পারত প্রতিটি দল। নিয়মানুযায়ী গেইল-রাসেলকে টানে তালাওয়াস।

এ ড্রাফটে তোলা হয় ১৮ বাংলাদেশি ক্রিকেটারকে। সেখান থেকে দল পেয়েছেন মাত্র একজন। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

২০১৯ সালের সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর, শেষ হবে ১২ অক্টোবর।

জ্যামাইকা তালাওয়াস স্কোয়াড
আমাদ বাট, জর্জ ওয়াকার, গ্লেন ফিলিপস, ওশানে থমাস, জহির খান, ক্রিস্টোফার লামন্ত, রোভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সামার স্প্রিঞ্জার, রামাল লুইস, স্টিভেন জ্যাকবস, ডেরভাল গ্রিন, জাভেলে গ্লিন, ইমরান খান ও জাভিয়ের মার্শাল।


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগার ভক্তদের মাশরাফির সতর্কবার্তা

টাইগার ভক্তদের মাশরাফির সতর্কবার্তা

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে চায় বাংলাদেশ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে চায় বাংলাদেশ

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

সিপিএলে দল পেলেন একমাত্র বাংলাদেশি আফিফ

সিপিএলে দল পেলেন একমাত্র বাংলাদেশি আফিফ