তিন ম্যাচে জয়হীন, রিয়াল বেতিসের কোচ ছাটাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৪ জুন ২০২০
তিন ম্যাচে জয়হীন, রিয়াল বেতিসের কোচ ছাটাই

করোনাভাইরাস সঙ্কট কাটিয়ে লা লিগা মাঠে গড়ানোর পর প্রথম ক্লাব হিসেবে কোচ বরখাস্ত করলো রিয়াল বেতিস। করোনা পরবর্তী তিন ম্যাচে জয়বিহীন থাকায় কোচ রুবিকে বরখাস্ত করেছে লা লিগা এ ক্লাবটি।

প্রথম ম্যাচে বেতিস সেভিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হওয়ার পর গত সপ্তাহে গ্রানাডার সাথে ২-২ গোলে ড্র করে। এরপর শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে আবারও ১-০ গোলে পরাজিত হয়। ওই ম্যাচে সার্জিও ক্যানালেস পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন।

বিবৃতিতে বেতিস জানায়, রুবিকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাবেক বেতিস খেলোয়াড় ও ক্লাবের স্পোর্টিং ডাইরেক্টর অ্যালেক্সিস ট্রুজিলো মৌসুমের শেষ আট ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন।

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে পরাজিত হয়ে ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বেতিস ১৪তম স্থানে নেমে গেছে। রেলিগেশন জোন থেকে এক ধাপ ওপরে থাকা রিয়াল মায়োর্কার থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে বেটিস।

গত গ্রীষ্মে কিকে সেতিয়েনের স্থানে ৫০ বছর বয়সী রুবিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আগের মৌসুমে তার অধীনে এস্পানিওল লা লিগায় সপ্তম স্থান লাভ করেছিল। জানুয়ারিতে সেতিয়েন বার্সেলোনার দায়িত্ব পান।

বেতিসের হয়ে লিগের ৩০ ম্যাচের মধ্যে ৮টিতে তিনি জয় উপহার দিয়েছেন। এর মধ্যে ছিল মাত্র একটি অ্যাওয়ে ম্যাচ। মার্চে করোনার কারণে লিগ বন্ধ হওয়ার আগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারানো ছিল বেতিসের হয়ে তার সেরা সাফল্য।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা

করোনামুক্ত ফ্রেংকি ডি জং এবার ইনজুরিতে

করোনামুক্ত ফ্রেংকি ডি জং এবার ইনজুরিতে

ফেরার দিনে হোঁচট খেল লিভারপুল

ফেরার দিনে হোঁচট খেল লিভারপুল

অবসরের আগে বোকা জুনিয়র্সে খেলার স্বপ্ন রুনির

অবসরের আগে বোকা জুনিয়র্সে খেলার স্বপ্ন রুনির