ব্যালন ডি’অরের ৬৪ বছরের ইতিহাস ভাঙলো করোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ২১ জুলাই ২০২০
ব্যালন ডি’অরের ৬৪ বছরের ইতিহাস ভাঙলো করোনা

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের অনেক কিছুতেই পরিবর্তন ঘটিয়েছে। বাধা সৃষ্টি করেছে বিশ্ব উন্নয়নের যাত্রায়। টানা তিন মাসের বেশি সময় বন্ধ ছিল ক্রীড়াঙ্গণ। এবার আরও একটি দুঃসংবাদ নিলে এলো করোনা। তা হলো- বাতিল হয়ে গেছে এবারের ব্যালন ডি’অর পুরস্কার।

২০২০ সালের বর্ষসেরা ফুটবলের পুরস্কার ব্যালন ডি’অর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। যার ফলে করোনাভাইরাসের কারণে ১৯৫৬ সাল থেকে দিয়ে আসা এ পুরস্কার ৬৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত হলো।

সোমবার (২০ জুলাই) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। তারা মনে করছে, করোনার কারণে যে অবস্থায় ফুটবল খেলা হয়েছে তাতে সত্যিকারের পারফরমার খুঁজে বের করা কঠিন।

প্রায় এক যুগ ধরে ব্যালন ডি’অর পুরস্কারটি দখলে রেখেছেন বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি রেকর্ড ৬ বার এবং রোনালদো ৫ বার এ পুরস্কার জিতেছেন। এবারও তাদের দু’জনের মঞ্চে ওঠার কথা ছিল।

ফ্রান্স ফুটবল বলে, ‘ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম পুরস্কারটি দেওয়া হচ্ছে না। কেন? কারণ এ বছরটি সাধারণ কোনো বছর নয়। শুধু খেলার বিষয়টিই নয়, ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার জন্য একজন অনুকরণীয় ব্যক্তিত্ব এবং তার দায়িত্ব পালনের বিষয়গুলোও বিবেচনা করা হয়।’

আরও বলা হয়, ‘সারা বিশ্বে পুরুষ ও নারী মিলে ২২০ জন বিচারক রয়েছেন। করোনার এ সময়ে তারা অন্য বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে খেলায় তেমন মনোযোগ দিতে পারেননি। ফলে তাদের পর্যবেক্ষণও অন্য রকম হতে পারে। আমরা এটা চাই না। সকল বিষয় বিবেচনায় নিয়েই এ সিদ্ধন্ত নেওয়া হয়েছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতে মেসির রেকর্ড

ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতে মেসির রেকর্ড

নারীদের ব্যালন ডি’অর জিতেছেন মেগান র‌্যাপিনো

নারীদের ব্যালন ডি’অর জিতেছেন মেগান র‌্যাপিনো

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি