গ্রীক ডিফেন্ডার কস্তাসকে দলে ভেড়ালো লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ এএম, ১২ আগস্ট ২০২০
গ্রীক ডিফেন্ডার কস্তাসকে দলে ভেড়ালো লিভারপুল

অলিম্পিয়াকোস থেকে ১১.৭ মিলিয়ন পাউন্ডে গ্রীসের ডিফেন্ডার কস্তাস সিমিকাসকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল।

পাঁচ বছরের চুক্তিতে সিমিকাস লিভারপুলে যোগ দিয়েছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। অ্যানফিল্ডে লেফট’ব্যাক অ্যান্ডি রবার্টসনের ব্যাকআপ হিসেবে সিমিকাসকে নেওয়া হয়েছে। রেডস বস ইয়ুর্গেন ক্লপ নরউইচের নর্দান আয়ারল্যান্ডের লেফটব্যাক জামাল লুইসের সাথে চুক্তি না করার সিদ্ধান্তের পরেই ২৪ বছর বয়সী সিমিকাসকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এবারের গ্রীষ্মকালীন দলবদলে সিমিকাসই লিভারপুলের প্রথম চুক্তিভূক্ত খেলোয়াড় হলেন। ক্লাবের ওয়েবসাইটে এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি সত্যিই দারুণ খুশি। এখানে আসতে পেরে আমি গর্বিত। আমার জন্য এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। এখানকার লিগ আমি দারুণ পছন্দ করি। টেলিভিশনে সবসময়ই প্রিমিয়ার লিগের খেলা দেখি। একদিন এই লিগে খেলার স্বপ্ন দেখতাম। এই ক্লাবের হয়ে সব লক্ষ্য পূরণ করতে চাই। আবারও লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিততে চাই।’

গ্রীস জাতীয় দলের হয়ে সিমিকাস তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অলিম্পিয়াকোসের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন ৮৬টি ম্যাচ। এছাড়াও ধারে ড্যানিশ ক্লাব এসবার্গ ও ডাচ ক্লাব উইলেম টু’তে খেলেছেন। গত মৌসুমে লিগে তিনি ২৭টি ম্যাচ খেলেছেন। অলিম্পিয়াকোস গ্রীক শিরোপা জয়ের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম বড় কোন শিরোপার স্বাদ পেয়েছেন সিমিকাস।

ক্লপ বলেছেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই কস্তাসকে লক্ষ্য করছিলাম। সে আসাতে আমরা দারুণ খুশি। একজন ভালো ফুটবলারের সব ধরনের গুনাবলী তার মধ্যে রয়েছে। আমি তার মানসিকতাকে পছন্দ করি। ড্রেসিং রুমে ঠিক এমন একজন ফুটবলারকেই আমরা খুঁজছিলাম। সে চ্যালেঞ্জ নিতে জানে এবং আমাদের এটাই প্রয়োজন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় চাকরি হারালেন জুভেন্টাস কোচ

চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় চাকরি হারালেন জুভেন্টাস কোচ

সঠিক সুযোগ না পাওয়ার আক্ষেপ বোল্টের

সঠিক সুযোগ না পাওয়ার আক্ষেপ বোল্টের

জাভিকে বড় অংকের জরিমানা

জাভিকে বড় অংকের জরিমানা

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে