জাভিকে বড় অংকের জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ এএম, ০৯ আগস্ট ২০২০
জাভিকে বড় অংকের জরিমানা

ফাইল ফটো

করানো স্বাস্থ্যবিধি লংঘন করার অপরাধে সাবেক বার্সেলোনা তারকা জাবি হার্নান্দেজসহ কাতারী ফুটবলের কয়েকজন শীর্ষ তারকাকে জরিমানা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের প্রত্যেককে জরিমানা হিসেবে গুণতে হচ্ছে ২৭শ’ মার্কিন ডলার।

বর্তমানে কাতারের শীর্ষস্থানীয় ক্লাব আল সাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন জাবি। গত মাসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জানিয়ে ২৯ জুলাই ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করেছিলেন যে, তিনি সুস্থ হয়েছেন এবং কাজে ফিরেছেন।

তবে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা নীতি লংঘন এবং হোম কোয়ারেন্টাইন প্রটোকল যথাযথভাবে না মানার কারণে জরিমানা করাসহ ও সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ জুলাই কাতারের স্টার লিগের মাধ্যমে ফুটবল মাঠে ফিরেছিল এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে আল সাদ। তবে ওই সময় কঠোরভাবে মানা হয়েছিল সুরক্ষ্মা বিধি। সামাজিক দূরত্ব থেকে শুরু করে খেলোয়াড় ও স্টাফদের নিয়মিত টেস্ট এবং মিডিয়া উপস্থিতিতে নিষেধাজ্ঞাসহ সব বিষয়েই ছিল কড়াকড়ি।

কোভিড-১৯ ছড়িয়ে পড়লে মার্চেই কাতারে সব ধরনের খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২২ আগস্ট মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কাতার সুপার লিগে (কিউএসএল) অংশ নেওয়া ইউরোপীয় খেলোয়াড় , কোচ ও অন্যদের ভিনদেশ থেকে কাতারে আসার পর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলেও শেষ ষোলো থেকে জুভেন্টাসের বিদায়

রোনালদোর জোড়া গোলেও শেষ ষোলো থেকে জুভেন্টাসের বিদায়

ম্যানসিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়

ম্যানসিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

করোনায় একাদশ পূর্ণ হলো দেশের ফুটবলে

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার লাগাম টেনে ধরতে চান গাত্তুসো

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার লাগাম টেনে ধরতে চান গাত্তুসো