বর্তমান চুক্তির মেয়াদ শেষে লিভারপুল ছাড়বেন ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ১৯ আগস্ট ২০২০
বর্তমান চুক্তির মেয়াদ শেষে লিভারপুল ছাড়বেন ক্লপ

২০২৪ সালে লিভারপুলের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফুটবল থেকে সরে যেতে পারেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ২০১৫ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ার পর এক বছরের জন্য বিশ্রামে যেতে চেয়েছিলেন ৫৩ বছর বয়সী এই কোচ। কিন্তু ব্রেন্ডন রজার্সের পরিবর্তিত হিসেবে যোগ দেওয়ার জন্য লিভারপুলে ডাক পাওয়ার পর সেটি আর হয়ে উঠেনি।

এরপর থেকেই লিভারপুল মিশনে নেমে পড়েন ক্লপ। দলটিকে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাইয়ে দেওয়ার পর এ মৌসুমে ৩০ বছরের প্রিমিয়ার লিগ শিরোপা না পাওয়ার হতাশা থেকেও মুক্তি এনে দিয়েছেন তিনি।
জার্মান ওয়েবসাইট স্পোর্টসবাজকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপ বলেছেন, ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অন্তত এক বছর বিশ্রাম করবেন তিনি। এরপর ভাববেন তিনি কি করবেন।

ক্লপ বলেন, ‘আমি এক বছরের জন্য বিশ্রামে চলে যাব। এরপর নিজেকে জিজ্ঞেস করব আমি কী আদৌ ফুটবল মিস করছি কি-না। উত্তর যদি ‘না’ হয়, তাহলে কোচ ক্লপের সমাপ্তি হবে সেখানেই। যখন আমি কোচ থাকব না, তখন অন্তত একটা জিনিস আমি কখনো মিস করব না, সেটা হলো ম্যাচের আগে প্রচন্ড চিন্তা করা। বিষয়টি হাসির নয়।’

দীর্ঘ ৩০ বছর পর লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেওয়া ক্লপ বলেন, আরও শিরোপার জন্য মুখিয়ে আছে নতুন চ্যাম্পিয়নরা। আমরা সবে জিততে শুরু করেছি। আমরা কোন শিরোপা হাতছাড়া করতে চাই না। আমরা নতুন আরও ট্রফি জয় করতে চাই।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাফুফের রেফারি পদোন্নতি পরীক্ষার তারিখ ঘোষণা

বাফুফের রেফারি পদোন্নতি পরীক্ষার তারিখ ঘোষণা

ম্যানইউকে হারিয়ে ফাইনালে সেভিয়া

ম্যানইউকে হারিয়ে ফাইনালে সেভিয়া

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কারণ জানালেন গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কারণ জানালেন গার্দিওলা

প্রিমিয়ার লিগে বর্ষসেরা কোচের খেতাব পেলেন ক্লপ

প্রিমিয়ার লিগে বর্ষসেরা কোচের খেতাব পেলেন ক্লপ