সুষ্ঠু নির্বাচনে যেকোন ফল মেনে নেবেন মানিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ এএম, ০৪ অক্টোবর ২০২০

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২০-এর নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের আশা করে সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক বলেছেন, নির্বাচন কমিশনাররা বলেছেন সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। তারা যদি সুষ্ঠুভাবে নির্বাচন করেন তাহলে ফল নিয়ে আমার কোন কথা নেই।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন। আজ শনিবার এখানেই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক বলেন, ‘পরিবর্তনের দিকেই আছেন কাউন্সিলররা। আমি এখনো বিশ্বাস করি, সবাই একটি পরিবর্তনে বিশ্বাসী, এটা তাদের অন্তরে রয়েছে। মেঘ পড়েছে এখন বৃষ্টি নামার অপেক্ষায় আছে। এবং আমি সেটাই বিশ্বাস করি।’

নির্বাচনে জয়ের বিষয়ে তিনি বলেন, ‘যোগ্যতার বিচারে এবং এখন পর্যন্ত যে কাজ হচ্ছে, আমি যে ইশতেহার দিয়েছি সেটা সবাই গ্রহণ করেছে সুন্দরভাবে। আমার প্রতি তাদের আস্থা রয়েছে বলেই মনে করি এবং আমারও কাউন্সিলরদের প্রতি আস্থা রয়েছে যে, আমার দিক থেকে তারা মুখ ফিরিয়ে নেবেন না।’

নির্বাচনের শেষ মুহূর্তে বাদল রায়ের ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার কাছে বিপক্ষদের একটা কৌশল মনে হচ্ছে। সেটাই আমি মনে করি। আশা করি যে, কাউন্সিলররা অত্যন্ত সচেতন, সম্মানিত কাউন্সিলররা নিশ্চয় এ বিষয়গুলো বুঝেন এবং উপলব্ধি করেন।’

তিনি আরও বলেন, ‘তিনি (বাদল রায়) বার বার বলছেন যে, তিনিও সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে। তাহলে তিনি কার পক্ষে? এদিকে হলে তো...। তিনি সরে গিয়ে আবারও নির্বাচনে এসেছেন, তাহলে এটা ডেফেনেটলি নির্বাচনী একটা অপকৌশল। তবে আশা করি যে, কাউন্সিলররা যারা আছেন তারা ইতোমধ্যে বুঝে ফেলেছেন যে, এটা কোন দিকে যাচ্ছে।’

নির্বাচনের প্রত্যাশিত ফল নিয়ে এ সভাপতি প্রার্থী বলেন, ‘আমি যে প্রত্যাশা করছি, ফল তো প্রত্যাশিত হতে হবে। তারপর যদি না হয় সেটা অবশ্যই কাউন্সিলররা রয়েছেন, সেটার ব্যাপারে জবাবদীহিতা রয়েছে। তবে আমার বিশ্বাস যে, আমি একজন স্পোর্টসম্যান, আমি একজন কোচ। দিন শেষে আমাকে তো সব মেনে নিতেই হয়, পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়, সেটাই অপেক্ষা করবো।’

তিনি আরও বলেন, ‘তবে প্রশ্ন থেকে যাবে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হলো। সেটা দেখার অপেক্ষায় রয়েছি। কারণ, নির্বাচন কমিশন রয়েছেন। তিনি বলেছেন যে, আমরা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করব। তারা সেটা যদি করতে পারেন তাহলে তো আমার কোন আপিত্ত থাকার কথা নয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কী রয়েছে মানিকের ২১ দফা ইশতেহারে

কী রয়েছে মানিকের ২১ দফা ইশতেহারে

দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান মানিক

দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান মানিক

সরে দাঁড়ানোর ৬ দিন পর সংবাদ সম্মেলনে বাদল রায়

সরে দাঁড়ানোর ৬ দিন পর সংবাদ সম্মেলনে বাদল রায়

বাফুফের নির্বাচন : সালাউদ্দিনের ৩৬ দফার ইশতেহার

বাফুফের নির্বাচন : সালাউদ্দিনের ৩৬ দফার ইশতেহার