জুভেন্টাস সফরের আগে নাপোলি শিবিরে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৪ অক্টোবর ২০২০
জুভেন্টাস সফরের আগে নাপোলি শিবিরে করোনার হানা

সিরি-এ লিগে রোববার (৪ অক্টোবর) গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হতে যাচ্ছে নাপোলি। তবে তুরিন সফরের দু’দিন আগে নাপোলি শিবিরে হানা দিয়েছে করোনা।

নাপোলির পক্ষ থেকে পোলিশ মিডফিল্ডার পোয়টার জিয়েলিন্সকির কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) সিরি-এ লিগে জেনোয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল নাপোলি। ওই ম্যাচে গোলও করেছেন এ মিডফিল্ডার। তবে ম্যাচটির পরপরই জেনোয়ার ক্লাবের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ১৪ জনের দেহে কোভিড-১৯ সনাক্ত হয়। শুক্রবার এ সংখ্যা ১৯ জনে উন্নীত হয়েছে, যাদের মধ্যে ১০ জন খেলোয়াড়ই নাপোলির বিপক্ষে ম্যাচে খেলেছেন।

টুইটা বার্তায় নাপোলি জানিয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) দ্বিতীয় পরীক্ষার পর জিয়েলিন্সকিসহ একজন স্টাফ সদস্য গিয়ানডোমেনিকো কোস্তির দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। অথচ জেনোয়ার বিপক্ষে ম্যাচের পর প্রথম দফায় পরীক্ষায় প্রত্যেকেই নেগেটিভ হয়েছিলেন।

করোনার কারণে শনিবার তোরিনোর বিপক্ষে জেনোয়ার নির্ধারিত ম্যাচটি বাতিল করেছে ইতালিয়ান ফুটবল লিগ। সিরি-এ লিগে করোনা মহামারীর পর এই প্রথম কোন ম্যাচ বাতিল করা হলো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বাস করুন, মন পড়ে রয়েছে বাফুফের নির্বাচনে : ফিফা সভাপতি

বিশ্বাস করুন, মন পড়ে রয়েছে বাফুফের নির্বাচনে : ফিফা সভাপতি

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে লুইন-সাকা-বার্নেস

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে লুইন-সাকা-বার্নেস

পিএসজির বড় জয়ে নেইমারের জোড়া গোল

পিএসজির বড় জয়ে নেইমারের জোড়া গোল

দর্শক ঢোকার অনুমতি দিল উয়েফা

দর্শক ঢোকার অনুমতি দিল উয়েফা