টানা জয়ে শেষ ষোলোর কাছে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ পিএম, ০৫ নভেম্বর ২০২০
টানা জয়ে শেষ ষোলোর কাছে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে ডায়নামো কিয়েভের বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। ‘জি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের দল কিয়েভের বিপক্ষে ২-১ গোলের জয় তুলেছে বার্সেলোনা।

বুধবার (৪ নভেম্বর) রাতে ন্যু ক্যাম্পে মেসি (পেনাল্টি) ও পিকের গোলে ডায়নামো কিয়েভকে হারিয়েছে কাতালানরা। তিন ম্যাচে টানা জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। অধিনায়ক মেসিকে নিজেদের বক্সে ফাউল করেছিল অতিথিরা। সেখান থেকে পাওয়া পেনাল্টি শটে গোল আদায় করে নেন লিওনেল মেসি।
sportsmail24
এরপর বিরতিতে যাওয়ার আগে দু’দলই কিছু সুযোগ পেলেও বাজে ফিনিশিংয়ে গোল বঞ্চিত হয়েছে। ফলে ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। তরুণ ফুটবল তারকা আনসু ফাতির বাড়োনো বল থেকে গোল করেন পিকে।

দুই গোলে পিছিয়ে থেকে ৭৫তম মিনিটে ব্যবধান কমায় ডায়নামো কিয়েভ। ভিক্টর টাইগানকভ গোল ব্যবধান কমানোর ফলে বেড়ে যায় ম্যাচের উত্তেজনা। তবে বাকি সময় আর কোন দল গোল করতে পারেনি। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ে শেষ ষোলোতে যাওয়ার রাস্তা বার্সেলোনার জন্য আরও পরিষ্কার হলো। ‘জি’ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। পরের তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে বার্সেলোনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনা ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন গার্দিওলা

বার্সেলোনা ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন গার্দিওলা

রোনালদো বিহীন জুভেন্টাসকে বার্সেলোনার জোড়া গোল

রোনালদো বিহীন জুভেন্টাসকে বার্সেলোনার জোড়া গোল

দলবল নিয়ে পদত্যাগ করলেন বার্তোমেউ

দলবল নিয়ে পদত্যাগ করলেন বার্তোমেউ

বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউকে ধুয়ে দিলেন পিকে

বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউকে ধুয়ে দিলেন পিকে