কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়ের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৫ নভেম্বর ২০২০
কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়ের বড় জয়

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। বাংলাদেশ সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ ম্যাচে কাভানি, সুয়ারেজ ও নুনেজ একটি করে গোল করেন। এ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে উরুগুয়ে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় উরুগুয়ে। পঞ্চম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে কাভানিকে পাস দেন নান্দেজ। বল পেয়ে ডান পায়ের শটে স্বাগতিকদের জাল খুঁজে নেন কাভানি। প্রথমার্ধে আর কোন গোল না হওয়া ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতি থেকে ফিরে ৯ মিনিট পর পেনাল্টি পায় উরুগুয়ে। ডি-বক্সের মাঝে উরুগুয়ের রদ্রিগো বেন্টাঙ্কুরকে ফেলে দেন কলম্বিয়ার জেইসন মুরিলো। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৫৪তম মিনিটে পেনাল্টি শট থেকে গোল আদায় করে নেন সুয়ারেজ।

এরপর ৭৩তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ডারউইন নুনেজ। ২৫ মিটার দূর থেকে দারুণ এক শটে গোল করেন তিনি।

৩-০ গোলে পিছিয়ে যাওয়া কলম্বিয়া ৯০তম মিনিটে উল্টো ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠে ছাড়নে ইয়েরি মিনা। ফলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে উরুগুয়ে।

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০টি দল অংশ নিচ্ছে। শুক্রবার তৃতীয় রাউন্ড শেষে ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উরুগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে কলম্বিয়া এবং ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। আর ৭ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়। এছাড়া পেরু, ভেনেজুয়েলা এবং বলিভিয়া এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনাকে হটালো ব্রাজিল

ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনাকে হটালো ব্রাজিল

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা

নেপালকে হারিয়ে ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে জামাল ভূঁইয়ারা

বিশ্ব চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিল ফিনল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিল ফিনল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ বছরের খরা কাটালো ইংল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ বছরের খরা কাটালো ইংল্যান্ড