দুর্নীতির দায়ে আফ্রিকান ফুটবল প্রধান নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ এএম, ২৪ নভেম্বর ২০২০
দুর্নীতির দায়ে আফ্রিকান ফুটবল প্রধান নিষিদ্ধ

দুর্নীতির দায়ে আফ্রিকান ফুটবলের প্রধান আহমাদ আহমাদকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

২০১৭ সালের মার্চ থেকে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সভাপতির দায়িত্ব পালন করছেন মাদাগাস্কার নাগরিক আহমাদ। ‘প্রশাসনিক ইস্যুতে’ ফিফা নিষিদ্ধ করার সময় তিনি ২০২১ সালের নির্বাচনেও সভাপতি প্রার্থী ছিলেন।

বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ‘দায়িত্ব পালনের সময় আহমদ নৈতিকতা বিষর্জন দিয়েছেন। বিভিন্নজনকে উপহার সামগ্রী দেওয়ার প্রস্তাব দিয়েছেন, অর্থের অপব্যবহার করেছেন এবং সিএএফের সভাপতি পদকে কলঙ্কিত করেছেন।’

ক্রীড়া সামগ্রী কোম্পানীর সাথে অবৈধ লেনেদেনে সম্পৃক্ততা, মক্কায় উমরাহ পালন ও সংগঠনকে অর্থ প্রদানসহ বিভিন্ন অপকর্মের জন্য আহমাদকে ২ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়েছে।

করোনা পজিটিভ হওয়ার কারণে গত সপ্তাহে ২০ দিনের জন্য দায়িত্ব থেকে অব্যহতি নেওয়া ৬০ বছর বয়সি এ কর্মকর্তা ‘সবধরনের ক্রীড়া কর্মকাণ্ড থেকে নিষেধাজ্ঞার’ বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করতে পারবেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

লেস্টারকে হারিয়ে লিভারপুলের নতুন রেকর্ড

লেস্টারকে হারিয়ে লিভারপুলের নতুন রেকর্ড

রিয়াল মাদ্রিদ ছাড়তে প্রস্তুত ইসকো

রিয়াল মাদ্রিদ ছাড়তে প্রস্তুত ইসকো

করোনায় বিধ্বস্ত উরুগুয়ের ফুটবল শিবির

করোনায় বিধ্বস্ত উরুগুয়ের ফুটবল শিবির