খেলাকে বিদায় জানিয়ে কোচ হলেন রুনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ১৬ জানুয়ারি ২০২১
খেলাকে বিদায় জানিয়ে কোচ হলেন রুনি

ফাইল ফটো

পেশাদারী ফুটবলকে পাকাপাকিভাবে বিদায় জানালেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি। ফুটবলে নিজের খেলা ছেড়ে দিলেও ফুটবল ছাড়ছেন না তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টির।

শুক্রবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিন্সশিপের ক্লাবটি জানিয়েছে, ৩৫ বছর বয়সী রুনিকে কোচ নিয়োগ দিয়ে আড়াই বছরের চুক্তি করা হয়েছে।

এক বছর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেড থেকে খেলোয়াড়-কোচ হিসেবে ডার্বিতে যোগ দেন রুনি। ক্লাবটির হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি।

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৫৩ গোল করেছেন রুনি। ম্যান ইউতেও সর্বোচ্চ ২৫৩ গোলের নজির গড়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ডিসি ইউনাইটেডে কিছু দিন খেলে এক বছর আগে তিনি একইসঙ্গে ফুটবলার-কোচ হিসেবে যোগ দেন ডার্বি কাউন্টিতে।

গত নভেম্বরে ডাচ কোচ ফিলিপ কোকুকে বরখাস্ত করে ডার্বি। তারপর থেকে রুনিই অস্থায়ী ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। এবার এ ক্লাব তার সঙ্গে পাকা চুক্তি করে স্থায়ী ম্যানেজার হিসেবে নিয়োগপত্র দিল।

ফুটবল থেকে অবসর ও স্থায়ীভাবে কোচিং পেশায় না লেখানোর বিষয়ে রুনি বলেছেন, ‘ইংল্যান্ড থেকে ফেরার পরে মনে হয়েছিল, ডার্বি কাউন্টির সত্যিই ভালো কিছু করার ক্ষমতা আছে। তাই অন্য আরও প্রস্তাব থাকলেও খুব সহজেই ওদেরকে বেছে নিই।’

ডার্বি কাউন্টি এখন লিগ টেবলে শেষ থেকে তৃতীয় স্থানে রয়েছে। তবে রুনি কাজ চালাতে শুরু করার পর শেষ নয়টি ম্যাচের পাঁচটিতেই তারা জিতেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অবসরের আগে বোকা জুনিয়র্সে খেলার স্বপ্ন রুনির

অবসরের আগে বোকা জুনিয়র্সে খেলার স্বপ্ন রুনির

ফুটবল বন্ধের হুমকি দিলেন ইংলিশ লিগ প্রধান

ফুটবল বন্ধের হুমকি দিলেন ইংলিশ লিগ প্রধান

‘বুড়ো’ বেনজেমাকে জাতীয় দলে ফেরাতে পারে ফ্রান্স

‘বুড়ো’ বেনজেমাকে জাতীয় দলে ফেরাতে পারে ফ্রান্স

লিভারপুলকে হারিয়ে কাঁদলেন সাউদাম্পটনের কোচ

লিভারপুলকে হারিয়ে কাঁদলেন সাউদাম্পটনের কোচ