নিজে থাকতে চান, এমবাপেকেও রাখতে চান নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২১
নিজে থাকতে চান, এমবাপেকেও রাখতে চান নেইমার

চলতি মৌসুমের শেষেও পিএসজিতেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। একই সাথে সতীর্থ ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকেও ভবিষ্যতে একই ক্লাবে দেখতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

২০২২ সালের জুনে নেইমারের সাথে পিএসজির বর্তমান চুক্তি শেষ হবে। এদিকে ব্রাজিলিয়ান তারকার সাথে পিএসজির সম্ভাব্য নতুন চুক্তির ইঙ্গিত ইতোমধ্যেই পাওয়া গেছে।

ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ ওয়ানকে ২৮ বছর বয়সী নেইমার বলেছেন, ‘এ মুহূর্তে আমি খুব খুশি, সবকিছুতেই অনেক পরিবর্তন এসেছে। এ অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। আমি এখানে অনেকটাই মানিয়ে নিয়েছি, সব মিলিয়ে আমি এখানেই থাকতে চাই।’

২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর চুক্তিতে পিএসজিতে পাড়ি জমিয়েছিলন নেইমার। লোরিয়েন্টের বিপক্ষে রোববার ৩-২ গোলের বিস্ময়কর পরাজয়ের ম্যাচটিতে ব্রাজিলিয়ান তারকা দুই গোল করেছেন। নতুন কোচ মরিসিও পোচেত্তিনোর অধীনে এটাই পিএসজির প্রথম পরাজয়।
sportsmail24নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার ব্যাপারে এমবাপেকে নিয়ে জোড় গুঞ্জন রয়েছে। কার্যত চলতি মৌসুমের শুরুতেই এমবাপেকে দলে চেয়েছিল রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত তা আর সফল হয়নি।

নেইমার বলেন, ‘আমি আশা করি কিলিয়ানও আমাদের সাথে এখানেই থেকে যাবে। অবশ্যই এটা সমর্থকদেরও ইচ্ছা। আমরা পিএসজিকে একটি অসাধারণ দল হিসেবেই সবসময়ই দেখতে চাই। আমি এখানে যতটুকু দেওয়া যায় তার সব চেষ্টাই করে যাচ্ছি। নিজের মনের মতো করে পুরো পরিবেশের সাথে মানিয়ে সময়টা উপভোগ করে ফুটবল চালিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি।’

চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় পিএসজির হয়ে এমবাপে ১৬টি গোল করেছেন, আর নেইমার দিয়েছেন ১৩টি গোল। যদিও ইনজুরির কারণে বেশ দীর্ঘ সময় নেইমারকে বিশ্রামে থাকতে হয়েছে।

২২ বছর বয়সী এমবাপে প্রসঙ্গে নেইমার বলেন, ‘তার সাথে আমার ভাইয়ের মতো সম্পর্ক। আমি তার থেকে বয়সে বড়। আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি, সবসময়ই তার কাছ থেকে সেরাটা দেখতে পছন্দ করি। সে দলের একটি সম্পদ। আমি তাকে ‘গোল্ডেন বয়’ হিসেবে সম্বোধন করি। কারণ, সে সত্যিকার অর্থেই দলের একটি স্বর্ণ। মানুষ হিসেবেও সে অত্যন্ত অমায়িক, মাঠের বাইরেও তার সাথে সকলেরই সুসম্পর্ক রয়েছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছর পর নেইমারের হ্যাটট্রিক গোল, গ্রুপ চ্যাম্পিয়ন পিএসজি

দুই বছর পর নেইমারের হ্যাটট্রিক গোল, গ্রুপ চ্যাম্পিয়ন পিএসজি

বর্ণবাদের প্রতিবাদ করে গর্বিত এমবাপেরা

বর্ণবাদের প্রতিবাদ করে গর্বিত এমবাপেরা

বিতন্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন লুকাকু-ইব্রাহিমোভিচ

বিতন্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন লুকাকু-ইব্রাহিমোভিচ

বেন ইয়েডারের সাথে ‘গোল্ডেন বুট’ ভাগ করে নিতে চান এমবাপে

বেন ইয়েডারের সাথে ‘গোল্ডেন বুট’ ভাগ করে নিতে চান এমবাপে