বার্সার শিরোপা স্বপ্ন ভেঙে অ্যাথলেটিকোও শঙ্কায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ মে ২০২১
বার্সার শিরোপা স্বপ্ন ভেঙে অ্যাথলেটিকোও শঙ্কায়

আক্রমণ-পাল্টা আক্রমণ আর উত্তেজনা ছিল পুরো ম্যাচ জুড়েই। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না কেউ। লা লিগায় বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে। ফলে পয়েন্ট হারিয়ে লা লিগার শিরোপা জয়ের স্বপ্নে দুইদলই ধাক্কা খেল।

শনিবার (৮ মে) কাম্প ন্যু স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ায় শিরোপা জয়ের স্বপ্নে দু’দলই সমানভাবে ধাক্কা খেয়েছে। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

দুইদলের এ ড্রয়ে লিগে ৩৪ ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সামনে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। নিজেদের ৩৫তম ম্যচে জয় তুলতে পারলেই শীর্ষে উঠবে রিয়াল। এছাড়া লিগে এখনো বার্সেলোনা-অ্যাথলেটিকোর ৩টি করে ম্যাচ বাকি আছে। যেখানে তিন নম্বরে থাকা রিয়ালের বাকি ৪টি।
sportsmail24
ম্যাচে প্রায় সমানে-সমান খেলেছে বার্সেলোনা-অ্যাথলেটিকো। বল দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও বাকিগুলো প্রায় সমান। অ্যাথলেটিকোর গোলবারে মোট ১২ বার শট নিয়েছিল বার্সেলোনা, যার মধ্যে ৭ বারই ছিল টার্গেট শট। অন্যদিকে, বার্সেলোনার গোলবারে ১১বার শট নেওয়া অ্যাথলেটিকোর ৬বারই টার্গেট ছিল।

এছাড়া পুরো ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে রেখেছিলেন মেসিরা। বাকি ৪০ শতাংশ সময় ছিল অ্যাথলেটিকোর দখলে। এর মধ্যে দুই দলই গোল করার সুযোগ তৈরি করেছিল। তবে কাজের কাজ কোন দলই করতে পারেনি।

প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল অ্যাটলেটিকো। বার্সেলোনার সাবেক তারকা লুইস সুয়ারেজ এবং ইয়ানিক ক্যারাসো বেশ কয়েকবার মেসিদের পোস্টের কাছাকাছি গিয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি।
sportsmail24
এছাড়া দ্বিতীয়ার্ধে বার্সেলোনাও বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। তবে কেউ কাজে লাগাতে পারেনি। ৬৯তম মিনিটে রোনাল্ড আরাউজো একবার অ্যাথলেটিকোর জালে বল প্রবেশ করালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

এদিকে, বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানও আজকের ম্যাচে দলের সাথে থাকতে পারেননি। গ্রানাদার বিপক্ষের ম্যাচে লাল কার্ড দেখায় দু’ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ফলে দলের এমন হতাশা বাইরে থেকেই দেখতে হয়েছে তাকে।

বার্সেলোনা শেষ বার লা লিগা জিতেছিল ২০১৮-১৯ মৌসুমে। আর অ্যাথলেটিকো ২০১৩-১৪ মৌসুমে। সাত বছর পর আবারও শিরোপা জয়ের হাতছানি এলেও শঙ্কায় পড়লো দু’দলই।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৫ পর্যন্ত নেইমারকে রেখে দিল পিএসজি

২০২৫ পর্যন্ত নেইমারকে রেখে দিল পিএসজি

সব দিকে এগিয়ে, তবুও হারলো সেভিয়া

সব দিকে এগিয়ে, তবুও হারলো সেভিয়া

শিরোপা জয় নিয়েই চিন্তিত কোম্যান

শিরোপা জয় নিয়েই চিন্তিত কোম্যান

মেসিকে ছাড়বে না বার্সেলোনা

মেসিকে ছাড়বে না বার্সেলোনা