শেষ মুহূর্তের গোলে সিটিকে হারালো চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ এএম, ১০ মে ২০২১
শেষ মুহূর্তের গোলে সিটিকে হারালো চেলসি

জিতলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যেত ম্যানচেস্টার সিটির। তবে শিরোপা জয়ের অপেক্ষা যেন আরও বাড়ালো তারা। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে চেলসির কাছে ২-১ গোলে হেরে শিরোপা উল্লাসে মাতা হলো না পেপ গার্দিওলার শিষ্যদের। 

শনিবার (৮মে) রাতে নাটকীয় পরাজয় দেখে ম্যান সিটি। অথচ ম্যাচের প্রথম লিড তারাই পেয়েছিল। প্রথমার্ধের ৪৪ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। 

১-০ গোলে বিরতিতে যাওয়া  সিটির সামনে ছিল লিডকে দ্বিগুণ করার সুযোগ। তবে সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসে তা আর সম্ভব হয়নি। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে ঘুরে দাঁড়ায় চেলসি। ম্যাচের ৬৩ মিনিটে হাকিম জিয়াচের মাটি কামড়ানো শটে ম্যাচে সমতায় ফেরে তারা। এরপর চেলসি আরও কিছু সহজ সুযোগ পেলেও সেগুলো  অফসাইডের ফাঁদে পরে নস্ট হয়ে যায়। 

১-১ গোলে ম্যাচ যখন ড্র  হওয়ার পথে ঠিক তখনই শেষ মুহূর্তে এসে চমক দেখান মার্কোস আলোনসো। টিমো ওয়ার্নারের পাস থেকে নিখুঁত ফিনিশিং করে দলকে ২-১ গোলে এগিয়ে নেয়ার পাশাপাশি সিটির শিরোপা জয়ের অপেক্ষাও বাড়ান তিনি। 

এই পরাজয়ের পর ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি, ৩৫ ম্যাচে  ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেলসি। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সার শিরোপা স্বপ্ন ভেঙে অ্যাথলেটিকোও শঙ্কায়

বার্সার শিরোপা স্বপ্ন ভেঙে অ্যাথলেটিকোও শঙ্কায়

কাতারে দু’টি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা

কাতারে দু’টি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা

২০২৫ পর্যন্ত নেইমারকে রেখে দিল পিএসজি

২০২৫ পর্যন্ত নেইমারকে রেখে দিল পিএসজি

দ্বিতীয় লেগে অপরাজিত মোহামেডান

দ্বিতীয় লেগে অপরাজিত মোহামেডান