শেষ ম্যাচ অব্দি আশা বাঁচিয়ে রাখলো রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ এএম, ১৮ মে ২০২১
শেষ ম্যাচ অব্দি আশা বাঁচিয়ে রাখলো রিয়াল

রোমাঞ্চ ও নাটকীয়তার ম্যাচে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত টিকে থাকছে শিরোপা লড়াইয়ে। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে তারা রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। এখনও তারা শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রেখেছে। শেষ রাউন্ডের ফলাফলের উপরই নির্ভর করছে রিয়ালের শিরোপা স্বপ্ন।

রোববার (১৬ মে) রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোসদের পক্ষে একমাত্র গোলটি করেন নাচো ফার্নান্দেজ। লিগের মাত্র এক রাউন্ড বাকি থাকতে রিয়ালের অর্জন ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তারা ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে ওসাসুনাকে। ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে তিনে থাকা বার্সেলোনা। ঘরের মাঠে তারা ২-১ ব্যবধানে হেরেছে সেল্টা ভিগোর কাছে।

আসরের শেষ রাউন্ডে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে অ্যাথলেটিকো । রিয়ালের নিজেদের মাঠে প্রতিপক্ষ ভিলারিয়াল। অ্যাতলেটিকো ড্র করলে কিংবা হারলে এবং রিয়াল জিতলে শিরোপা উঠবে জিদানের শিষ্যদের হাতে।

ম্যাচে বিলবাও কিংবা রিয়াল কেউই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। স্বাগতিকদের আটটি শটের কেবল একটি ছিল লক্ষ্যে। সফরকারীরা ১১ শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মোটে দু’টি। লা লিগার ইতিহাসের সফলতম দল রিয়াল মাদ্রিদ জয়সূচক গোলটি পায় অনেকটা ভাগ্যের সহায়তায়। ৬৮তম মিনিটে সতীর্থের কর্নারের পর ক্যাসিমিরো ডি-বক্সের ভেতরে ডান প্রান্ত থেকে ক্রস করেন। নাচো অপ্রস্তুত থাকলেও বল তার পায়ে লেগে জালে জড়ায়।

শিরোপা কার ঘরে উঠবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে শেষ রাউন্ডের ম্যাচের উপর। দেখা যাক, কার হাতে উঠে শিরোপা।

স্পোর্টসমেইল২৪/আরকে/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৩৪ বছর পর সোসিয়েদাদের ঘরে কোপা দেল রে’র শিরোপা

৩৪ বছর পর সোসিয়েদাদের ঘরে কোপা দেল রে’র শিরোপা

ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়ার বড় স্কোয়াড, ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

ক্যারিবীয় সফরে অস্ট্রেলিয়ার বড় স্কোয়াড, ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

টেস্ট ক্রিকেট আমার রক্তে মিশে রয়েছে : সাউদি

টেস্ট ক্রিকেট আমার রক্তে মিশে রয়েছে : সাউদি

ক্যারিয়ারের তোয়াক্কা না করেই মুখ খুললেন মালিক

ক্যারিয়ারের তোয়াক্কা না করেই মুখ খুললেন মালিক