শেরপুরে শুরু হল বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৫ জুন ২০২১
শেরপুরে শুরু হল বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট

শেরপুর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ (বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২১ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

বঙ্গবন্ধু গোল্ডকাপে নালিতাবাড়ী উপজেলা দল ৩-২ গোলে নকলা উপজেলা দলকে পারজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে নকলা উপজেলা দল ২-১ গোলে নালিতাবাড়ী উপজেলা দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে দু’টি খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বীতার মধ্য দিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল,স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৫ উপজেলা ও শেরপুর পৌরসভা দল সহ বালক ও বালিকা পৃথক ৬টি দল উভয় প্রতিযোগিতায় নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যর্থ আশরাফুল, ব্যর্থ শেখ জামাল

ব্যর্থ আশরাফুল, ব্যর্থ শেখ জামাল

ব্রাজিলে কোপা আমেরিকা, খুশি নন ফুটবলাররা

ব্রাজিলে কোপা আমেরিকা, খুশি নন ফুটবলাররা

শক্তিশালী আফগানকে রুখে দিল বাংলাদেশ

শক্তিশালী আফগানকে রুখে দিল বাংলাদেশ

পাকিস্তান দলে ফিরলেন চার অভিজ্ঞ ক্রিকেটার

পাকিস্তান দলে ফিরলেন চার অভিজ্ঞ ক্রিকেটার