সুনীলই তো একা খেলছে, নতুন প্রজন্মের ফুটবলাররা কই?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১০ এএম, ১০ জুন ২০২১
সুনীলই তো একা খেলছে, নতুন প্রজন্মের ফুটবলাররা কই?

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলের জয় পায় ভারত। কাতারের মাঠে ১৩ বছর পর তারা জয়ের স্বাদ পায়। ভারতের জয়ের মূল নায়ক হিসেবে ছিলেন ফরোয়ার্ড সুনিল ছেত্রী। ভারতের এই জয়ে খুশি হলেও ভিন্ন কারণে উদ্বিগ্ন সুনিলের সাবেক সতীর্থ রহিম নবী। সুনীল ছেত্রী বাদে অন্যরা গোল করতে না পারায় কিছুটা চিন্তিতও তিনি।

ভারতীয় গণমাধ্যম এই সময়কে দেয়া সাক্ষাৎকারে নবী জানান বাংলাদেশ দল সেদিন যথেষ্ট ভালো খেলেছে। সুনীল ছেত্রী না থাকলে ম্যাচের ফলাফল কি হতো তা নিয়েও সংশয় তার।

রহিম নবী বলেন, 'বাংলাদেশ যথেষ্ট ফিজিক্যাল ফুটবল খেলেছে। ওরা যথেষ্ট কঠিন লড়াই করেছে। ভারতীয় ফুটবল দলে সুনীলের মতো একজন ছিল বলে গোল করতে পেরেছে। নাহলে ওই গোল দুটো হওয়া যথেষ্ট মুশকিল ছিল।'

দলে অন্যরা নিয়মিত গোল করতে না পারায় হতাশ নবী। তিনি প্রশ্ন তুলেন তরুণ প্রজন্মের ফুটবলাররা কেনো এখনও গোল পাচ্ছে না। একই সাথে সংশয় প্রকাশ করেন ছেত্রীর অবসরের পর ভারতকে টেনে নিয়ে যাবে কে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ' ভারতের হয়ে সুনীলকে গোল করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে এই ইয়ং জেনারেশনটা কোথায় যাচ্ছে? এখনও যদি সুনীলকে টানতে হয়, তাহলে সুনীলের পরে কে এই হাল ধরবে?'

তিনি আরও যোগ করেন, 'আমরা যখন একসঙ্গে খেলতাম, কখনও সুনীল গোল করত, কখনও আমি গোল করতাম। রাইট হাফ থেকে অন্য কেউ গোল করত। তখন ভারতীয় ফুটবল দলে অনেকেই গোল করত। এখন একমাত্র দেখছি যে সুনীলই গোল করছে, আর তো কেউ নেই।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুতে এগিয়ে শেষে ড্র করলো আর্জেন্টিনা

শুরুতে এগিয়ে শেষে ড্র করলো আর্জেন্টিনা

মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল

মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল

নেইমার জাদুতে ব্রাজিলের জয়

নেইমার জাদুতে ব্রাজিলের জয়

ফিফার নিষেধাজ্ঞায় ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল

ফিফার নিষেধাজ্ঞায় ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল