আইপিএলের মতো নিয়ম করা হলো আইএসএলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ এএম, ১০ জুন ২০২১
আইপিএলের মতো নিয়ম করা হলো আইএসএলে

আইপিএলের আদলে ভারতে যাত্রা শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগের। ঘরোয়া ফুটবলের চিত্র বদলে দেয়া এই লিগের নতুন মৌসুমের আগে পরিবর্তন এসেছে বিদেশি খেলোয়াড়ের নিয়মে। আইপিএলের সমান সংখ্যকই বিদেশী খেলানোর নিয়ম করেছে আইসিএলও।

আগের আসরগুলোতে আইএসএলে প্রতি দলে ৬ জন ভারতীয় এবং ৫ জন বিদেশিকে নিয়ে মাঠে নামতো। তবে এবার সেই নিয়মে পরিবর্তন এসেছে। এখন থেকে লিগে একটি দলে ৭ জন ভারতীয় খেলোয়াড় থাকবে এবং ৪ জন বিদেশি খেলতে পারবে।

আইসিএলের এক কর্মকর্তা জানান, মাঠে সব সময় ৭ জন ভারতীয় খেলোয়াড় থাকতে হবে। আয়োজকরা মনে করেন এতে নিজ দেশের ফুটবলাররা উপকৃত হবে। এদিকে, মাঠে ৪ জন বিদেশি খেলতে পারলেও দলগুলো ছয়জন বিদেশী নিবন্ধন করতে পারবে, যার মধ্যে একজন হতে হবে এশিয়ার।

বুধবার (৯ জুন) থেকে শুরু হয়েছে আইএসএলের দলবদল। ভালো দল গঠনের লক্ষ্যে এবার ক্লাবগুলো তাদের চেষ্টা চালাবে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফিরছে ৩য় বিভাগ ফুটবল লিগ

মাঠে ফিরছে ৩য় বিভাগ ফুটবল লিগ

ওমানের বিপক্ষে জামালসহ তিন ফুটবলার ‘নিষিদ্ধ’

ওমানের বিপক্ষে জামালসহ তিন ফুটবলার ‘নিষিদ্ধ’

সুনীলই তো একা খেলছে, নতুন প্রজন্মের ফুটবলাররা কই?

সুনীলই তো একা খেলছে, নতুন প্রজন্মের ফুটবলাররা কই?

মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল

মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল