ওমানের বিপক্ষে জামালসহ তিন ফুটবলার ‘নিষিদ্ধ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ এএম, ১০ জুন ২০২১
ওমানের বিপক্ষে জামালসহ তিন ফুটবলার ‘নিষিদ্ধ’

কাতারে বিশ্বকাপ বাছাইপর্বে শুরুটা ভালো হলেও ভারতের বিপক্ষে পরাজিত হয়েছে বাংলাদেশ। এবার শক্তিশালী ওমানের বিপক্ষে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ফুটবল দল। অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের তিন খেলোয়াড় মাঠে নামতে পারছেন না।

ওমানের বিপক্ষে ম্যাচ হাতছাড়া হওয়া তিন ফুটবলার হলো অধিনায়ক জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়া। তিনজনই আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। তাছাড়া এর আগের ম্যাচগুলোতেও তাদের হলুদ কার্ড থাকায় ওমানের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তারা।

আরও পড়ুন: সেই সুনীল ছেত্রীর কাছেই হারলো বাংলাদেশ

জামাল ভূঁইয়ার অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে তা নিয়ে রয়েছে সংশয়। এর আগে জামালের পরিবর্তে অধিনায়ক দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল মিডফিল্ডার সোহেল রানাকে। তবে, ইনজুরির কারণে এবার তিনি নিজেই আছেন দলের বাইরে।

আরও পড়ুন: এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

দলের খেলোয়াড়দের মাঝে অধিনায়ক হিসেবে ওমান ম্যাচে দেখা যেতে পারে অভিজ্ঞ তপু বর্মণকে। বসুন্ধরা কিংসের অধিনায়কত্ব করানোর অভিজ্ঞতা রয়েছে তার।

এদিকে, মূল একাদশের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ওমানের বিপক্ষে না পাওয়ায় কিছুটা চিন্তিত কোচ জেমি ডে। তবে দলে যারা রয়েছে তাদের নিয়েই সেরা একাদশ সাজানোর পরিকল্পনা তার।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুনীলই তো একা খেলছে, নতুন প্রজন্মের ফুটবলাররা কই?

সুনীলই তো একা খেলছে, নতুন প্রজন্মের ফুটবলাররা কই?

শুরুতে এগিয়ে শেষে ড্র করলো আর্জেন্টিনা

শুরুতে এগিয়ে শেষে ড্র করলো আর্জেন্টিনা

মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল

মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল

ফিফার নিষেধাজ্ঞায় ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল

ফিফার নিষেধাজ্ঞায় ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল