কোপার নকআউটে থাকবে না অতিরিক্ত সময়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০৩ জুলাই ২০২১
কোপার নকআউটে থাকবে না অতিরিক্ত সময়

নকআউট পর্বের খেলা শুরুর আগে টুর্নামেন্টের নিয়মে বদল এনেছে কোপা আমেরিকার আয়োজক কনমেবল। বিশ্বের সবচেয়ে প্রাচীন এ আসর ফিরে গিয়েছে ২০১৫ এবং ২০১৬ আসরের নিয়মে। ওই দুই আসরে নকআউট পর্বে খেলা অমীমাংসিত থাকলে খেলায় সরাসরি ট্রাইব্রেকার হত।

কোপা আমেরিকার সময়েই চলছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর ইউরো। ইউরোতে নকআউট পর্বের চারটি ম্যাচই অতিরিক্ত সময়ে গড়িয়েছে। তবে কোপা আমেরিকার থাকছে না অতিরিক্ত সময়ের নিয়ম।

ফুটবলে সাধারণত ৯০ মিনিটের খেলায় ড্র হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই অর্ধে ৩০ মিনিটের খেলা হয়। সেখানেও খেলার ফলাফল মীমাংসিত না হলে খেলা গড়াতো ট্রাইব্রেকারে। সেখানেই মীমাংসিত হত খেলার ফলাফল।

কোপা আমেরিকায় নির্ধারিত সময়ে খেলা ড্র হলে সরাসরি ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। তবে ফাইনালে ক্ষেত্রে নিয়মের ভিন্নতা থাকবে। ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ড্র হলে অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলা হবে। অতিরিক্ত সময়েও ফলাফল না এলে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে ট্রাইব্রেকারে।

২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকায় এ নিয়মে খেলা হলেও ২০১৯ সালের কোপা আমেরিকায় নিয়মের কিছুটা পরিবর্তন এসেছিল। ২০১৯ সালের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত ৩০ মিনিট ছিল না, তবে সেমি ফাইনাল এবং ফাইনালে এ নিয়মে পরিবর্তন এসেছিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ক্যাম্প ন্যুতে

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ক্যাম্প ন্যুতে

এভারটনের দায়িত্বে রাফা বেনিতেজ

এভারটনের দায়িত্বে রাফা বেনিতেজ

টটেনহামের দায়িত্ব নিলেন সাবেক উলভস বস নুনো

টটেনহামের দায়িত্ব নিলেন সাবেক উলভস বস নুনো

লা লিগার জন্য মেসির চুক্তি আটকে আছে : বার্সেলোনা

লা লিগার জন্য মেসির চুক্তি আটকে আছে : বার্সেলোনা