তৃতীয় পক্ষের বাঁধায় আটকে আছে বার্সা-মেসির চুক্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ এএম, ০৪ জুলাই ২০২১
তৃতীয় পক্ষের বাঁধায় আটকে আছে বার্সা-মেসির চুক্তি

ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা লিওনেল মেসি এবারই প্রথম নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হলো। প্রতিবারই চুক্তির মেয়াদ শেষ হলেই নতুন করে চুক্তি সেরে নেয় বার্সেলোনা। এবারই প্রথম চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও মেসির সাথে নতুন করে চুক্তিতে যেতে পারেনি বার্সেলোনা। স্প্যানিশ এক গণমাধ্যম জানায়, তৃতীয় পক্ষের বাঁধায় মেসির সাথে নতুন চুক্তিতে যেতে পারছে না বার্সেলোনা।

স্পোর্ট নামের এক গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসির সাথে নতুন চুক্তিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। বার্সেলোনা মেসির সাথে নতুন করে ২ বছরের চুক্তি করতে ইচ্ছুক। কারণ, কাতালানদের আর্থিক অবস্থা শোচনীয় হওয়ায় মেসির এই দুই বছরের চুক্তির অর্থ পাঁচ বছরে ধীরে ধীরে পরিশোধ করতে চায় তারা।

তবে, লা লিগা চায় ক্লাবগুলো তাদের খেলোয়াড়দেরকে নিজেদের বাৎসরিক আয় থেকে বেতনভাতা দেবে। তবে এমনভাবে সেটি দিতে হবে যাতে বেতনভাতা পরিশোধ শেষেও ক্লাব লাভের মুখে থাকে।

চলতি বছরের শুরুতে জানা যায় বার্সেলোনার ঋণের পরিমান ১ বিলিয়ন ছাড়িয়েছে । তাছাড়া গ্রিজম্যান, দেম্বেলে, কৌতিনিয়োর মতো প্লেয়ারদেরকে কিনতে প্রচুর অর্থ ব্যয় করেছে বার্সা। ফুটবলারদের বেতনভাতার ক্ষেত্রেও বার্সা বেশ উদার। যেটি ‘ফেয়ার প্লে’ নিয়মানুযায়ী লা লিগার বেঁধে দেয়া অংককে ছাড়িয়ে যায়। সবমিলিয়ে বার্সেলোনাকে বেতন কমানোর নির্দেশ দিয়েছে লা লিগা।

এর আগে ৪ বছরের চুক্তিতে মেসিকে আনুমানিক ৫৫৫ মিলিয়ন ইউরো বেতন ভাতা প্রদান করে বার্সা। এবার নতুন করে মেসির সাথে বার্সেলোনা চুক্তি করলেও ক্লাবের আর্থিক অবস্থা এবং কর সহ নানা বিষয়ে সমস্যার মধ্য দিয়েই যেতে হবে কাতালানদের। লা লিগার সকল শর্ত পূরণ করে লিওনেল মেসির সাথে নতুন চুক্তিতে যাবে বার্সেলোনা এমনটাই প্রত্যাশা মেসি ভক্তদের।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যারি কেন'কে পেতে জেসুসকে ছাড়তেও রাজি গার্দিওয়ালা

হ্যারি কেন'কে পেতে জেসুসকে ছাড়তেও রাজি গার্দিওয়ালা

ইকুয়েডরের বিপক্ষে সাবধানী মেসিরা

ইকুয়েডরের বিপক্ষে সাবধানী মেসিরা

দারুণ লড়েও টাইব্রেকারে হারলো দশজনের প্যারাগুয়ে

দারুণ লড়েও টাইব্রেকারে হারলো দশজনের প্যারাগুয়ে

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ‌‘দশজনের’ ব্রাজিল

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ‌‘দশজনের’ ব্রাজিল