কোপার ফাইনালে রেফারির দায়িত্বে থাকছেন যারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১০ জুলাই ২০২১
কোপার ফাইনালে রেফারির দায়িত্বে থাকছেন যারা

বিভিন্ন ধরনের আশঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছিল কোপা আমেরিকার এবারে আসর। সব শেষে এখন কার ঘরে শিরোপা উঠে তা দেখার অপেক্ষা। রোববার (১১ জুলাই) বিখ্যাত মারাকান স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন উরুগুয়াইন রেফারি এস্তেবান অস্টোজিস।

চলতি কোপা আমেরিকায় রেফারিং নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। কোয়াটার ফাইনালে চিলির বিপক্ষে ম্যাচের পর চিলিয়ান ফরওয়ার্ড আর্তুরো ভিদাল রেফারিং নিয়ে সমালোচনা করেন।

এছাড়াও প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক লুইস চিলাভার্ট তো এক কাঠিয়ে এগিয়ে। তিনি জানিয়েছেন কোপা আমেরিকার শিরোপা জিততে হলে আর্জেন্টিনাকে ব্রাজিলের পাশাপাশি রেফারিকেও হারাতে হবে। তিনি ফাইনাল ম্যাচে দায়িত্ব পাওয়া এস্তেবানেরও সমালোচনা করে চিলাভার্ট।

কোপা আমেরিকার ফাইনালে মাঠে রেফারির দায়িত্ব পালন করবেন এস্তেবান অস্টোজিস। এস্তেবানের সহকারী হিসেবে থাকবেন কার্লোস বারেইরো এবং মার্টিন সোপি। এছাড়াও ভিএআর রেফারির দায়িত্বে থাকবেন আন্দ্রেস কুনহা। চতুর্থ রেফারি হিসেবে থাকবে পেরুর রেফারি ডিয়েগো হারো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলের পাশাপাশি রেফারির বিরুদ্ধেও জিততে হবে : লুইস চিলাভার্ট

ব্রাজিলের পাশাপাশি রেফারির বিরুদ্ধেও জিততে হবে : লুইস চিলাভার্ট

কোপার ফাইনালে জোড়া রেকর্ডের সামনে মেসি

কোপার ফাইনালে জোড়া রেকর্ডের সামনে মেসি

ক্ষোভে কনমেবলকে ধন্যবাদ জানালো নেইমার

ক্ষোভে কনমেবলকে ধন্যবাদ জানালো নেইমার

মেসিকে আগের সমপরিমাণ বেতন দিতে ‘পারবে না’ বার্সেলোনা

মেসিকে আগের সমপরিমাণ বেতন দিতে ‘পারবে না’ বার্সেলোনা