ইউরো ফাইনাল : ইংল্যান্ডের প্রথম নাকি ইতালির দ্বিতীয়?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ এএম, ১২ জুলাই ২০২১
ইউরো ফাইনাল : ইংল্যান্ডের প্রথম নাকি ইতালির দ্বিতীয়?

কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিলো আর্জেন্টিনা। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা কার ঘরে উঠে সেটিই দেখার বিষয়। ইউরো কাপের ফাইনালে লড়বে ইংল্যান্ড ও ইতালি। প্রথমবারের মতো ফাইনালে উঠা ইংল্যান্ড কি পারবে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকা ইতালিকে রুখে দিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিতে সেটিই দেখার বিষয়।

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ইতালি ও ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথমবারের মতো কোপার ফাইনালে পা রাখে। নিজেদের ফুটবল ইতিহাসে ইংলিশরা কখনোই সেমিফাইনালের বাধা পার হতে পারেনি। প্রথমবারের মতো ফাইনালে পা রাখা ইংলিশরা তাই শিরোপার জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে।

অন্যদিকে, মাত্র একবার ইউরো কাপ জয়ের রেকর্ড থাকা ইতালি এবার রয়েছে দুর্দান্ত ফর্মে। টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকা ইতালি এবার ইউরোতে রয়েছে দারুণ ছন্দে। স্পেনকে হারিয়ে ফাইনালে পা রাখা ইতালি সর্বশেষ ইউরোর শিরোপা জিতেছিল ৫৩ বছর আগে, ১৯৬৭ সালে।

ইংল্যান্ড কিংবা ইতালি যার হাতেই ইউরোর শিরোপা উঠুক না কেনো, ফুটবল ভক্তদের আশা জমজমাট একটু ফুটবল ম্যাচের। ইতালি যদি তাদের শক্তির মাঝমাঠে আধিপত্য ধরে রাখতে পারে এবং ইংল্যান্ড যদি উইং ধরে আক্রমণে উঠতে পারে, তাহলে নিরপেক্ষ দর্শকদের জন্য ম্যাচটি হবে উপভোগ্য। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা জিতে বিশ্বকাপ জয়ের আভাস দিলেন ডি মারিয়া

কোপা জিতে বিশ্বকাপ জয়ের আভাস দিলেন ডি মারিয়া

মাঠের খেলা মাঠে, বন্ধুত্ব সবসময়

মাঠের খেলা মাঠে, বন্ধুত্ব সবসময়

কোপার গোল্ডেন বুট-বল দুটোই  মেসির

কোপার গোল্ডেন বুট-বল দুটোই মেসির

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা