এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু উজবেকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০৮ আগস্ট ২০২১
এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু উজবেকিস্তান

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এশিয়া কাপ বাছাইয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিশ্চিত করেছে। এশিয়া কাপ বাছাই পর্বের জন্য স্বাগতিক ছিল বাংলাদেশ। তবে করোনাভাইরাস মহামারির কারণে এখন নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজিত হবে।

ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ বাছাই পর্বে গ্রুপ ‘জি’ তে খেলবে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষে ইরান এবং জর্ডান। বাছাইপর্বের জন্য স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশকে চূড়ান্ত করেছিল এএফসি। চলতি বছরের ২৪ জুন এক বিবৃতিতে এ কথা জানিয়েছিল তারা। তবে করোনাভাইরাস মহামারির কারণে তা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়া কাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এএফসি নিরপেক্ষ হিসেবে উজবেকিস্তানকে বেছে নিয়েছে। এ কারণে আমাদেরকে উজবেকিস্তানে গিয়ে খেলতে হবে।’

গ্রুপ ‘জি’ এর চ্যাম্পিয়ন দল সরাসরি এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। চলতি বছরের ১৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপের বাছাই পর্বকে সামনে রেখে নারী লিগ শেষ হওয়ার পর থেকেই ক্যাম্প চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম রব্বানী ছোটন। এছাড়াও ক্যাম্প উপলক্ষে খুলে দেওয়া হয়েছে বাফুফের নতুন জিমনেশিয়াম।

আগামী ২০২২ সালের ২০ জানুয়ারি মাঠে গড়াবে এশিয়া কাপ নারী ফুটবল। মোট ২৮ দেশের বাছাই পর্বে ৪ টি গ্রুপে ৪ টি করে দল এবং ৪ টি গ্রুপে ৩ টি করে দলে অংশগ্রহণ করবে। বাছাই পর্বের প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি এশিয়া কাপে সুযোগ পাবে।

এশিয়া কাপ বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান যাওয়ার আগে বাংলাদেশ নারী দলের দুইটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। নেপালের মাটিতে তাদের বিপক্ষে ম্যাচ খেলার জন্য চেষ্টা করছে। তবে নেপালের সাথে ফ্লাইট জটিলতা থাকায় ম্যাচের বিষয়টি বাফুফে এখনও নিশ্চিত করতে পারেনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও এক ক্লাবে মেসি-নেইমার, নিশ্চিত করলো কাতার

আবারও এক ক্লাবে মেসি-নেইমার, নিশ্চিত করলো কাতার

তবে কি মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে পিএসজি?

তবে কি মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে পিএসজি?

মেসির বিদায়ে মুখোমুখি অবস্থায় লা লিগা ও বার্সা সভাপতি

মেসির বিদায়ে মুখোমুখি অবস্থায় লা লিগা ও বার্সা সভাপতি

মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে