এখন পর্যন্ত মেসির সাথে কথা বলেননি লাপোর্তে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
এখন পর্যন্ত মেসির সাথে কথা বলেননি লাপোর্তে

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেওয়ার পর থেকে লিওনেল মেসির সাথে কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে। এছাড়া মেসিকে দলে রাখতে সিভিসির দেওয়া প্রস্তাবেও রাজি ছিলেন বলে জানান তিনি।

চলতি বছরে ৩০ জুন বার্সেলোনার সাথে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর থেকে গুঞ্জন উঠলেও আর্থিক সক্ষমতা না থাকার কারণে মেসির সাথে চুক্তি নবায়ন করতে পারেনি কাতালান ক্লাবটি। মেসিকে রাখতে লা লিগা কর্তৃপক্ষ সিভিসির সাথে চুক্তির পরামর্শ দিয়েছিল।

স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা সভাপতি জানান, ‘যা হয়েছিল তা ব্যাখ্যা করা হয়েছে।’

তিনি আরও জানান, মেসিকে ধরে রাখতে লা লিগা কর্তৃপক্ষ সিভিসির সাথে চুক্তি করতে চাপ দিয়েছিল। না করলে ফেয়ার প্লে নিয়মের বাইরে চলে যাবে বলে জানান লাপোর্তে। বলেন, ‘তখন আমাদেরকে সিভিসির সাথে চুক্তি করতে বলা হয়েছিল। না হলে মেসির সাথে করতে ফেয়ার প্লে নিয়মের বাইরে চলে যাবে। আমাদের কিছু করার ছিল না। আমরা চুক্তিতে রাজি হলে লা লিগা কর্তৃপক্ষ জানায় সিভিসির সাথে চুক্তি করলেই এটি সম্ভব। তাই আমার সামনে আগায়নি। বিষয়টি সেখানেই সমাপ্ত করি।’

বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করতে পুরোনো ফুটবলারদের বেতন কমানোর পাশাপাশি কিছু ফুটবলারদের লোনে পাঠিয়েছে। মেসি থাকলে এসব করা সম্ভব হতো না বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বার্সা সভাপতি বলেন, ‘ক্লাব অধিনায়কদের বেতন কমানোর পাশাপাশি গ্রিজম্যানকে লোনে পাঠানো হলেও মেসিকে রাখা সম্ভব ছিল না। ভবিষ্যতের কথা বিবেচনায় আমাদের এটা করার দরকার ছিল।’

বার্সা সভাপতি মেসির সাথে কথা না বলার বিষয়ে বলেন, ‘আমি মনে করি আমরা দুইজনই খারাপ অনুভব করছি। পিএসজিতে অভিষেক হওয়ার পর থেকে এখনও মেসির সাথে কথা বলিনি। প্রতিপক্ষ ক্লাবে তাকে দেখে খারাপ লাগছে। আমি অন্য কোনো ক্লাবের জার্সিতে তাকে দেখতে পছন্দ করি না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগে বিদেশি সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি

চ্যাম্পিয়ন্স লিগে বিদেশি সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি

আর্জেন্টিনার দুই ফুটবলারকে জরিমানা

আর্জেন্টিনার দুই ফুটবলারকে জরিমানা

গ্রেফতার ‌‘এড়াতে’ দ্রুতই দেশে ফিরেছে মেসিরা!

গ্রেফতার ‌‘এড়াতে’ দ্রুতই দেশে ফিরেছে মেসিরা!

ব্রাজিল চেয়েছিল ম্যাচ হোক

ব্রাজিল চেয়েছিল ম্যাচ হোক