জামাল-কিংসলেদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না অস্কার, চান সময়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
জামাল-কিংসলেদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না অস্কার, চান সময়

ফাইল ফটো

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা ছিল আজ সোমবার (২৭ সেপ্টেম্বর্র)। তবে জামাল ভূঁইয়াদের আরও একটু দেখে নিতে চান নতুন অস্কার ব্রুজন। দেশের মাটিতে শেষ অনুশীলনের পর দল নিয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একই সাথে রয়েছে করোনা ইস্যুও।

মালদ্বীপের উদ্দেশে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। তার আগে দেশের মাটিতে সোমবার শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবেন জামাল ভূঁইয়ারা। সেই অনুশীলন শেষেই চূড়ান্ত দল ঘটন করবেন কোচ। অস্কার বলেছেন,‘আরও একটা অনুশীলন সেশন আছে। সেই অনুশীলন শেষে সিদ্ধান্ত নেব।’

সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ২৮ জন। তাদের মধ্য থেকে চূড়ান্ত দলে ডাক পাবেন ২৩ জন। দলের সেই ২৩ জনকে বাছাই করতে সময় নিচ্ছেন অস্কার। শুধু তাই নয়, কোচ অস্কারের মাথায় এখনো ২৭ জনই রয়েছে, ২৩ জন নিয়ে এখনো ভাবছেন না তিনি। সোমবার অস্কার ব্রুজন বলেছেন, ‘আমি এখনো ২৮ জন নিয়ে ভাবছি। এখনো কিছু সময় আছে। এরপর সিদ্ধান্ত নেব।’

অনুশীলন ছাড়া করোনা ইস্যুও রয়েছে। বাংলাদেশ ফুটবল দল আজ (সোমবার) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। যার রেজাল্ট পাওয়া যাবে সন্ধ্যায়।

দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আজ (সোমবার) সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সন্ধ্যার দিকে ফলাফল পাওয়া যাবে। চূড়ান্ত দল ঘোষণার ক্ষেত্রে করোনা রিপোর্টও একটি বড় ফ্যাক্টর।’

এদিকে, প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেলেও এলিটা কিংসলের বিষয়ে এখনো সমাধান হয়নি। ফিফা থেকে সবুজ সঙ্কেত না পেলে বাংলাদেশ দলকে তাকে রেখেই নেপাল যেতে হবে। এ বিষয়ে রুপু বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমাদের ফেডারেশন কাজ করছে। ফিফার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলকিপার : আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।

ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, তারিক কাজী , রেজাউল করিম , টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ আতিকুজ্জামান ও মো. হৃদয়।

মিডফিল্ডার : বিপলু আহমেদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম , জুয়েল রানা ও এলিটা কিংসলি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন কোচের অনুশীলন কৌশলে খুশি কাজী সালাউদ্দিন

নতুন কোচের অনুশীলন কৌশলে খুশি কাজী সালাউদ্দিন

দল ঘোষণার পর সাফের স্কোয়াডে আরও একজন

দল ঘোষণার পর সাফের স্কোয়াডে আরও একজন

বাংলাদেশ ছাড়লেন জেমি ডে, ফেরা অনিশ্চিত

বাংলাদেশ ছাড়লেন জেমি ডে, ফেরা অনিশ্চিত

ফুটবল উন্নয়নে স্পেনকে পাশে পাচ্ছে বাংলাদেশ

ফুটবল উন্নয়নে স্পেনকে পাশে পাচ্ছে বাংলাদেশ