অস্কার বলছেন জয় দরকার, জামালের আশা ইতিহাস রচিত হবে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৩ অক্টোবর ২০২১
অস্কার বলছেন জয় দরকার, জামালের আশা ইতিহাস রচিত হবে

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাঁচা-মরার লড়াইয়ে নেপালকে হারাতে পারলেই ফাইনালে পা রাখবে বাংলাদেশ। টাইগারদের কোচ অস্কার ব্রুজন বলছেন, দল আত্মবিশ্বাসী, তবে প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। আর অধিনায়ক জামাল ভূঁইয়ার আশা, সতীর্থরা শতভাগ উজাড় করে খেললে রচিত হবে নতুন ইতিহাস।

বুধবার (১৩ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের লিগ পর্বে শেষ ম্যাচ খেলতে নেপালের বিপক্ষে মাঠে না বাংলাদেশ জাতীয় ফুটবল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

নেপালের বিপক্ষে এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১২ অক্টোবর) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ অস্কার ব্রুজন এবং অধিনায়ক জামাল ভুঁইয়া। সেখানে তারা বাঁচা-মরার চ্যাচ নিয়ে নিজেদের ভাবনার কথা জানান।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এ দলের হয়ে খেলছে। সবাই জানে বুধবার আমরা জয়লাভ করতে পারলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব।’

এখন পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এক কথায় অসাধারণ বলে মনে করেন জামাল ভুঁইয়া। নেপালের বিপক্ষেও একই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। জামাল ভূঁইয়া বলেন, ‘সতীর্থদের প্রতি আমার আস্থা রয়েছে, তারা শতভাগ উজাড় করে খেলবে। কাল (বুধবার) আমরা সতেজ একটি দল দেখার অপেক্ষায় আছি।’

দলের ভারাপ্রাপ্ত কোচ অস্কার ব্রুজন বলেন, ‘আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভালো অবস্থায় আছি। নেপালের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারবো এবং আশা করছিআমাদের জন্য হবে সুন্দর একটি দিন।’

তিনি আরও বলেন, ‘আমাদের যোগ্যতা রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। নেপালও বেশ শক্তিশালী এবং এ টুর্নামেন্টে তারা প্রমাণ দিয়েছে। তারা বেশ ভালো ফুটবল খেলছে। আমরাও ফাইনাল খেলতে চাই এবং বিগত ২০ দিন ধরে আমরা সেটি নিয়ে কাজ করে আসছি।’

সাফে এখন পর্যন্ত ভালো ফুটবল খেলে আসছে বাংলাদেশ দল। তিন ম্যাচে একটি জয়, একটি ড্র এবং একটিতে পরাজয় বরণ করেছে জামাল ভূঁইয়ারা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে থাকায় ফাইনাল খেলতে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোন বিকল্প নেই

বাংলাদেশ দল
জামাল ভুঁইয়া (অধিনায়ক), শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে ফুটবল ম্যাচে ইতিহাস সর্বাধিক দর্শক

শেরপুরে ফুটবল ম্যাচে ইতিহাস সর্বাধিক দর্শক

মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ

মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ

১০ জনেও ভারতকে রুখে দিয়ে পয়েন্ট অর্জন করলো বাংলাদেশ

১০ জনেও ভারতকে রুখে দিয়ে পয়েন্ট অর্জন করলো বাংলাদেশ

দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজেন

দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজেন