১০ জনেও ভারতকে রুখে দিয়ে পয়েন্ট অর্জন করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ এএম, ০৫ অক্টোবর ২০২১
১০ জনেও ভারতকে রুখে দিয়ে পয়েন্ট অর্জন করলো বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের বিপক্ষে পয়েন্ট অর্জন করলো বাংলাদেশ। ১০ জনের দলে পরিণত হয়েও ভারতের বিপক্ষে ১-১ গোল ড্র করেছে জামাল ভূঁইয়ারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধের ২৬তম মিনিটে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে বিরতির পর ৭৪তম মিনিটে ইয়াসির আরাফাতের গোলে সময়তা ফিরে জামাল ভূঁইয়ারা। এর আগে ৫৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ।

বাংলাদেশের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভারত। প্রধমার্ধে ৬৬ শতাংশ সময় বল দখলে রাখা ভারত এগিয়ে যায় ম্যাচের ২৬তম মিনিটে। এই সময়ে ৫টি শটের মধ্যে চারটিই গোলের উদ্দেশে নিয়েছিল তারা।

ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের ভুলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। তবে কাকতালীয়ভাবে সেই ইয়াসিন আরাফাতই দলকে সমতায় ফেরান। ম্যাচের ৭৪তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার কিন থেকে ভারতের জালে বল পাঠান তিনি। দশজনের দল নিয়েও ম্যাচের শেষ দিকে ইয়াসিন আরাফাতের গোলে স্বস্তিতে ফিরে বাংলাদেশ।

কারণ, শক্তিশালী ভারতের বিপক্ষে এমনিতেই পেরে না ওঠা বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই বড় ধাক্কা খায়। দ্বিতীয়ার্ধের নবম (৫৪ তম) মিনিটে দশজনের দলে পরিণত হয়।

ভারতের অ্যাটাকিং মিডফিল্ডার কোলাসো বাংলাদেশের গোল মুখে প্রবেশের পর স্লাইডিং ট্যাকেল করে বাধা দেয় বিশ্বনাথ ঘোষ। বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারেননি রেফারি। সরাসরি লাল কার্ড দেখালে মাঠ ছাড়েন বিশ্বনাথ।

গোল ব্যবধানে পিছিয়ে থাকা এবং দল দশজনে পরিণত হলেও অ্যাটাকিং বাড়িয়েছেন কোচ অস্কার। সোহেল রানা, সুফিল ও সুমন রেজাকে নামিয়ে আক্রমণের গতিও পায় বাংলাদেশ। ফলে সাফল্যের দেখাও পান তিনি।

সময়তায় ফেরার পর নিজেদের রক্ষণে নজর দেন কোচ। ডিফেন্ডার রহমত মিয়াকেব মাঠে নামিয়ে রক্ষণভাগকে শক্তিশালী করেন অস্কার। ফলে সমতা ধরে রেখেই ম্যাচ শেষ করে বাংলাদেশ ফুটবল দল। 

এদিকে, বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি শট নেওয়ার দিকেও এগিয়ে ছিল ভারত। পুরো ম্যাচে ১২টি শটের মধ্যে ৮ বার টার্গেট শট নিয়েছে তারা। যেখানে প্রথমার্ধের ৫টি শটের মধ্যে চারটিই ছিল সরাসরি গোলের উদ্দেশে।

প্রথমার্ধে বাংলাদেশ ফুটবল দলও ভারতের জালে ৫ বার শট নিয়েছিল। যার মধ্যে গোলের উদ্দেশে ছিল মাত্র একটি। দ্বিতীয়ার্ধে নেওয়া আরও দুটির শটের মধ্যে একটিতে সফলতা পায় বাংলাদেশ ফুটবল দল।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এটি দ্বিতীয় ম্যাচ হলেও ভারতে ছিল প্রথম ম্যাচ। ফলে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে স্থান পেয়েছে তারা। অন্যদিকে, দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ছয়-পাঁচে ‘গোল পাকিয়েছিলেন’ জামাল ভূঁইয়া নিজেই

ছয়-পাঁচে ‘গোল পাকিয়েছিলেন’ জামাল ভূঁইয়া নিজেই

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

সাফের চূড়ান্ত স্কোয়াডে নতুন মুখ, কপাল পুরলো এলিটার

সাফের চূড়ান্ত স্কোয়াডে নতুন মুখ, কপাল পুরলো এলিটার

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা