ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজকও আরব আমিরাত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ পিএম, ২১ অক্টোবর ২০২১
ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজকও আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলছে ক্রিকেটের ঢেউ। চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠিক এর আগেই বসেছিল ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার ক্লাব ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

২০২১ ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে চূড়ান্ত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২২ সালের শুরুতে আরব আমিরাতে বসবে এ আসর।

বুধবার (২০ অক্টোবর) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছে। আয়োজক নির্ধারিত হলেও এখনও সময়সূচি জানানো হয়নি।

ক্লাব বিশ্বকাপে ছয় মহাদেশের চ্যাম্পিয়ন এবং স্বাগতিক দেশের লিগ চ্যাম্পিয়ন দল অংশ নেয়। সাত দলের এ টুর্নামেন্ট চলতি বছরের ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে আয়োজক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় জাপান।

শুরুতে নতুন সংস্করণে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল। সেখানে ২৪ দলের অংশ নেওয়ার কথা ছিল। এ আসরের আয়োজক হিসেবে ছিল চীন। তবে করোনাভাইরাস মহামারির কারণে এ ভাবনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তো পুরোনো আঙ্গিকে আয়োজক হিসেবে জাপানকে আয়োজক করা হয়।

প্রতি বছরই ক্লাব বিশ্বকাপ আয়োজিত হয়। সংযুক্ত আরব আমিরাত এর আগেও আরব আমিরাতে চারবার ক্লাব বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মালিকানা বদলের পর ছাটাই হলেন নিউক্যাসল কোচ

মালিকানা বদলের পর ছাটাই হলেন নিউক্যাসল কোচ

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

বার্সা শিবিরে ইনজুরি, ছিটকে গেলেন তিন ফুটবলার

বার্সা শিবিরে ইনজুরি, ছিটকে গেলেন তিন ফুটবলার

আবারও বার্সেলোনার সভাপতি হতে চান বার্তামেউ

আবারও বার্সেলোনার সভাপতি হতে চান বার্তামেউ