× Advertisement

মার্শেই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ এএম, ২৫ অক্টোবর ২০২১
মার্শেই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন নেইমার

কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার। লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি। এর ফলে আবারও মেসি-নেইমার-এমবাপেকে একসাথে মাঠে দেখবে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সমর্থকরা। আর পূর্ণ শক্তির আক্রমণভাগে নিয়ে জয়ের পরিকল্পনা শুরু করেছেন পিএসজি কোচ মারিসিও পচেত্তিনো।

রোববার (২৪ অক্টোবর) মার্শেইয়ের ঘরের মাঠে খেলতে নামবে পিএসজি। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পচেত্তিনো নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ম্যাচে নেইমারকে পাওয়া যাবে।

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচের পর কুঁচকির চোটে পড়েছিলেন নেইমার। এ কারণে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে লাইপজিগের বিপক্ষে মাঠে নামতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও ঘরের মাঠে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় পিএসজি।

নেইমার চোট কাটিয়ে ফিরলেও এখনই মাঠে ফিরছেন না সার্জিও রামোস। এছাড়াও ইনজুরিতে আছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস।

পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও মাঠে ফিরতে পারেননি স্প্যানিশ তারকা সার্জিও রামোস। যদিও ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। তবে এখনও দলীয় অনুশীলনে ফেরেননি তিনি।

এ ম্যাচের নেইমার ছাড়াও ফিরবেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।

লিগ ওয়ানে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। অপরদিকে এক ম্যাচ খেলা মার্শেই ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যানের দিক থেকে বেশ এগিয়ে আছে পিএসজি। সর্বশেষ ১০ দেখায় ৮ টিতেই জিতেছে পিএসজি। এছাড়াও সর্বশেষ ১০ বছরের ঘরের মাঠে পিএসজির বিপক্ষে কোনো জয় নেই।

ফরাসি ফুটবলের এ ডার্বিকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত কোচ মারিসিও পচেত্তিনো। কোচ এবং খেলোয়াড় দুই ভূমিকাতেই মার্শেইকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন এ আর্জেন্টাইন।

তিনি বলেন, ‘পিএসজি বনাম মার্শেই অন্যসব ম্যাচের মতো না। এটা আমাদের সমর্থকদের জন্য গর্বের এবং আবেগের এক ম্যাচ।’

পিএসজির হয়ে মাত্র এক গোল করতে পারলেও অন্যন্য এক তালিকায় নাম লেখাবেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। একবিংশ শতাব্দীতে লিগ ওয়ানে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

লিগ ওয়ানে এমবাপের বর্তমান গোল সংখ্যা ১১২। তার চেয়ে এক গোল করে দ্বিতীয় স্থানে আছেম ইব্রাহিমোভিচ। এ তালিকায় সবার উপরে আছেন উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

একই দিনে মুখোমুখি ইউরোপিয়ান ফুটবলের ছয় জায়ান্ট

একই দিনে মুখোমুখি ইউরোপিয়ান ফুটবলের ছয় জায়ান্ট

ফর্মে ফেরা বার্সাকে নিয়ে সতর্ক রিয়াল কোচ

ফর্মে ফেরা বার্সাকে নিয়ে সতর্ক রিয়াল কোচ

১০০ কোটি রিলিজ ক্লজে বার্সা-ফাতি নতুন চুক্তি

১০০ কোটি রিলিজ ক্লজে বার্সা-ফাতি নতুন চুক্তি

ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজকও আরব আমিরাত

ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজকও আরব আমিরাত