নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ইতালির ড্র, বিশ্বকাপে সুইজারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ এএম, ১৭ নভেম্বর ২০২১
নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ইতালির ড্র, বিশ্বকাপে সুইজারল্যান্ড

রাশিয়া বিশ্বকাপে ছিল না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ড্র করে কাতার বিশ্বকাপেও বাছাই পর্ব  থেকে খেলতে পারছেন না ইতালি। খেলতে হবে প্লে অফ। সর্বশেষ ম্যাচে ইতালি ড্র করায় ইউরোপ অঞ্চলের ‘সি’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলতে না পারার ব্যর্থতা দারুণভাবে কাটিয়ে উঠেছিল ইতালি। রবার্তো মানচিনির অধীনে দুর্দান্ত পারফর্মেন্সে ইউরোপ সেরার মুকুট জিতে নিয়েছে ইতালি। তবে বিশ্বকাপ ভাগ্যে আগের মত অবস্থাতেই আছে আজ্জুরিরা।

সোমবার (১৫ নভেম্বর) রাতে বিশ্বকাপ নিশ্চিত করার মিশনে মাঠে নামে ইতালি। প্রতিপক্ষ ছিল নর্দার্ন আয়ারল্যান্ড। এ ম্যাচে বিশ্বকাপ নিশ্চিত করার জন্য ইতালির সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। তবে এ ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের জালে একবারও বল জড়াতে পারেনি।

অপরদিকে বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষস্থান নিজেদের করে নেয় সুইজারল্যান্ড। ফলে তারা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে।

ইতালির বিশ্বকাপ নিশ্চিত না হলেও এখনও তাদের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। ফিফার নিয়মানুযায়ী ইউরোপ থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে প্লে অফ।

১২ দলের প্লে অফ থেকে তিন দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। প্লে অফে ইতালির সঙ্গী হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ইউরোপ অঞ্চলের ‘সি’ গ্রুপে সব ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুইজারল্যান্ড। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে অবস্থান করছে ইতালি।

বাছাই পর্বের ছয় ম্যাচ পর্যন্ত বিশ্বকাপে যাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল ইতালি। তবে সপ্তম ম্যাচে সুইসদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত তৈরি হয়েছে বিশ্বকাপ না খেলার শঙ্কা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো স্পেন

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো স্পেন

পর্তুগালকে হতাশায় ডুবিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া

পর্তুগালকে হতাশায় ডুবিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া

এমবাপের রেকর্ড গড়া ম্যাচে বিশ্বকাপে ফ্রান্স

এমবাপের রেকর্ড গড়া ম্যাচে বিশ্বকাপে ফ্রান্স

কলম্বিয়াকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল