দশজনের শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৪ এএম, ১৮ নভেম্বর ২০২১
দশজনের শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ম্যাচের শেষ মুহূর্তের পেনাল্টি থেকে গোল করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে ওয়াসিক রাজিক। এতেই হয়েছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ। গোল ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে সিশেলসের প্রতিপক্ষ হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মাহিন্দা রাজাপক্ষে চারজাতি টুর্নামেন্টের ফাইনাল খেলতে বাংলাদেশের জন্য দরকার ছিল ড্র। তবে সেটা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। ম্যাচের অন্তিম সময়ের গোলে দলকে জয় এনে দেন শ্রীলঙ্কার ওয়াসিম রাজিক।

প্রথমার্ধের ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পিছিয়ে থেকেই বিরতিতে যায় জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। বিরতি থেকে ফিরে টানা ছয়টি কর্নার আদায় করে নেয়। এতেও শ্রীলঙ্কার ডেডলক ভাঙতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচের ৭৩তম মিনিটে জুয়েল বক্সের ভিতরে ফাঁকা জায়গায় বল পেয়ে দলকে সমতায় ফেরান জুয়েল রানা।

ম্যাচের বাকি সময় ১০জনের দল নিয়ে খেলে শ্রীলঙ্কা। তবে প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুবিধা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো ম্যাচের ৮৯ মিনিটে শ্রীলঙ্কার পাওয়া থ্রো ইনে ডি-বক্সে হ্যান্ডবল করে বাংলাদেশ।

এতেই শ্রীলঙ্কা পেয়ে যায় তাদের কাঙ্খিত পেনাল্টি। সেখান থেকে গোল করতে ব্যর্থ হননি ওয়াসিম রাজিক। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পায়ে লেগেই গোল পান রাজিক।

নির্ধারিত সময়ের পর চার মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। সেটা নিয়েও রয়েছে বিতর্ক। কারণ দ্বিতীয়ার্ধের শ্রীলঙ্কার খেলোয়াড়দের নষ্ট করা সময় চার মিনিটের অনেক বেশি ছিল।

শ্রীলঙ্কা জুড়ে চলা ভারী বর্ষণের কারণে মাঠের অবস্থা ছিল বেশ বাজে। ম্যাচে অনেকগুলো সুযোগ তৈরি করে শ্রীলঙ্কা। ম্যাচের ২৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ওয়াসিম রাজিক।

পিছিয়ে পড়ার পর বাংলাদেশ সমতায় ফেরানোর দারুণ সুযোগ পায়। শ্রীলঙ্কার করা হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় বাংলাদেশ। তবে তপু বর্মণের নেওয়া শট পোস্টের অনেক উপর দিয়ে যায়। এতেই খেলায় ফেরার সুযোগ অনেকটাই হারিয়ে বসে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়োল্লাস

১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়োল্লাস

মালদ্বীপের ক্লাবে চুক্তিবদ্ধ হলেন সাবিনা-সুমাইয়া

মালদ্বীপের ক্লাবে চুক্তিবদ্ধ হলেন সাবিনা-সুমাইয়া

গোলশূন্য সমতায় ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

গোলশূন্য সমতায় ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ইতালির ড্র, বিশ্বকাপে সুইজারল্যান্ড

নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ইতালির ড্র, বিশ্বকাপে সুইজারল্যান্ড