চিলির হারে বিশ্বকাপে আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ এএম, ১৮ নভেম্বর ২০২১
চিলির হারে বিশ্বকাপে আর্জেন্টিনা

আর্জেন্টিনার সামনে ম্যাচ জিতে বিশ্বকাপ নিশ্চিত করা সুযোগ ছিল। ব্রাজিলের বিপক্ষে সে সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। চিরপ্রতিন্দন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ড্রয়ে ব্রাজিলের অপেক্ষা বাড়িয়ে দিয়েছিল। তবে কিছুক্ষণ পরেই চিলির হারে আর্জেন্টিনাকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। চিলির হারে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

নিজেদের ঘরের মাঠে বুধবার (১৭ নভেম্বর) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেয় আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজদের ফিনিশিং দূর্বলতায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ গোলশূন্য ড্র করে আলবিসেলেস্তারা

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ঘন্টাখানিক পরেই মাঠে নামে চিলি এবং একুয়েডর। এ ম্যাচে একুয়েডরের কাছে ২-০ ব্যবধানে হারে চিলি। এতেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়। পাঁচ ম্যাচ হাতে রেখে ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে আর্জেন্টিনা।

১৩ ম্যাচে ১১ জয় এবং দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। সমান সংখ্যক ম্যাচে আট জয় এবং পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা।

ব্রাজিল-আর্জেন্টিনা ১৩ টি করে ম্যাচ খেললেও বাকি দলগুলো সবাই ১৪ টি ম্যাচ খেলেছে। তিন নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। ১৭ পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে কলম্বিয়া এবং পেরু।

ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বের শীর্ষ চার দল সরাসরি কাতার বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে-অফ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দশজনের শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

দশজনের শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো স্পেন

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো স্পেন

নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ইতালির ড্র, বিশ্বকাপে সুইজারল্যান্ড

নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ইতালির ড্র, বিশ্বকাপে সুইজারল্যান্ড

এমবাপের রেকর্ড গড়া ম্যাচে বিশ্বকাপে ফ্রান্স

এমবাপের রেকর্ড গড়া ম্যাচে বিশ্বকাপে ফ্রান্স