দুই আসর পর ঢাকা আবাহনীর ঘরে ফেডারেশন কাপের শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১০ জানুয়ারি ২০২২
দুই আসর পর ঢাকা আবাহনীর ঘরে ফেডারেশন কাপের শিরোপা

চলতি ২০২১-২২ মৌসুমের নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী। ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে মৌসুমে দ্বিতীয় শিরোপার স্বাদ পেয়েছে তারা।

সর্বশেষ ২০১৮ সালে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছিল ঢাকা আবাহনী। পরের দুই আসরে ফাইনালেও খেলতে পারেনি আকাশী-নীল শিবির। দুই আসর পর আবারও শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী। শুধু তাই নয়, এএফসি কাপও নিশ্চিত করেছে।

রোববার (৯ জানুয়ারি) প্রথমবারের মতো দেশের ফুটবলের কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিল রহমতগঞ্জ। তবে স্বপ্ন পূরণ করতে পারেনি তারা। ফাইনালে আবাহনীর কাছে হেরে নিজেদের স্বপ্ন ভেঙে ঘরে ফিরেছে তারা।

ম্যাচের শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নেয় রহমতগঞ্জ। ম্যাচের প্রথম ৩০ মিনিটেই দুইটি সুযোগ পায় রহমতগঞ্জ। তবে আবাহনী থেকে রহমতগঞ্জে নাম লেখানো সানডে চিজোবা দুইটি গোল মিস করেন। শুধু তাই নয়, ম্যাচের প্রথমার্ধে রহমতগঞ্জের আরেক বিদেশি ফিলিপও গোল মিস করেন।

এদিন আবাহনীর হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেন নাবীব নেওয়াজ জীবন। তিনিও গোল মিসের মহড়ায় যোগ দেন। সে ক্ষতি পুষিয়ে দেন আবাহনীর কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস। প্রথমার্ধের ইনজুরি টাইমে তার গোলেই এগিয়ে যায় আবাহনী।

প্রথমার্ধে রহমতগঞ্জকে মাঠে খুঁজে পাওয়া গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটা আবাহনীর হাতে চলে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচে আবাহনীর দ্বিতীয় গোল করেন রাকিব হোসেন। ব্যবধান আরও বাড়তে পারতো। কলিন্দ্রেস ডি-বক্সের ভিতর ঢুকে খেই হারিয়ে ফেললে জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।

ম্যাচের ৭৪তম মিনিটে রহমতগঞ্জের হয়ে সান্ত্বনাসূচক একটি গোল করে ফিলিপ। আবাহনীর গোলরক্ষক সোহেল পোস্ট ছেড়ে বের হওয়া আসায় গোল করা আটকাতে পারেননি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়া ২-১ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা উল্লাসে মাতে ঢাকা আবাহনী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা

জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী