মুক্তিযোদ্ধা সংসদের জালে রহমতগঞ্জের ৭ গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৪ জুলাই ২০২২
মুক্তিযোদ্ধা সংসদের জালে রহমতগঞ্জের ৭ গোল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদকে বড় হারের লজ্জা দিলো রহমতগঞ্জ। সোমবার (৪ জুলাই) মুন্সীগঞ্জ স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা দলকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে এটি যেকোনো দলের সর্বোচ্চ গোলের রেকর্ড।

রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার এ ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সিলেটে বন্যার কারণে সেখান থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়। ভেন্যু বদল করে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধাকে গোল বন্যায় ভাসালো রহমতগঞ্জ।

ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ম্যাচের ২৫তম মিনিটে ফিলিপ আজহা এবং ৩৭তম মিনিটে সানডে চিজোবা গোল ব্যবধান দ্বিগুণ করেন। প্রধমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২) মুক্তিযোদ্ধার পক্ষে ওবায়দুর রহমান নবার গোল করে ব্যবধান কমান। এটিই ছিল ম্যাচে মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র গোল।

২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করা রহমতগঞ্জ এপেশে ফুটবল খেলে। পাত্তা না পাওয়া মুুক্তিযোদ্ধার ফুটবলাররা ছিলেন নিজেদের বাঁচানোর লড়াইয়ে। তবে শেষ রক্ষা হয়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯তম মিনিটে আল আমিন গোল করে দলকে ৩-১ গোলের লিড এনে দেন। এরপর ৮০তম থেকে ইনজুরি সময়ে রহমতগঞ্জ আরও চারটি গোল করে। ফলে নির্ধারিত সময় শেষে ৭-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

এ জয়ে রেলিগেশন জোন সাময়িক সময়ের জন্য এড়িয়েছে রহমতগঞ্জ। এ জয়ের পর নিজেদের ১৮ ম্যাচে রহমতগঞ্জের অবস্থা ১৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে। অন্যদিকে, বড় ব্যবধানে লজ্জাজনক পরাজয়ের পর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র রয়েছে ১১ নম্বরে।

স্পোর্টসমেইল/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই আবাহনীর লড়াইয়ে ঢাকার জয়

দুই আবাহনীর লড়াইয়ে ঢাকার জয়

পিছিয়ে পড়েও শেখ রাসেলকে হারালো বসুন্ধরা কিংস

পিছিয়ে পড়েও শেখ রাসেলকে হারালো বসুন্ধরা কিংস

মালয়েশিয়ার মেয়েদের জালে বাংলাদেশের হাফ ডজন গোল

মালয়েশিয়ার মেয়েদের জালে বাংলাদেশের হাফ ডজন গোল

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি চার ধাপ

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি চার ধাপ