বিলবাওয়ের জালে বার্সেলোনার ‘এক হালি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
বিলবাওয়ের জালে বার্সেলোনার ‘এক হালি’

জাভি হার্নান্দেজ বার্সেলোনায় আসার পর চ্যালেঞ্জ নিয়েছিলেন দলকে বদলে ফেলার। যদিও খানিক সময় লেগেছে, তবে জাভি তার কথা রেখেছেন। তার অধীনে কাতালানরা আবারও সেই চিরচেনা রূপে। এবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দাপট দেখিয়ে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে জাভির দল।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সাই। ম্যাচের চারভাগের তিনভাগ বলই কাতালানদের দখলে ছিল। ৭২ শতাংশ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় বার্সা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি।। অন্যদিকে বিলবাও ৬ শট নিলেও জাল বরাবর রাখতে পারে কেবল ৩টি।

ম্যাচের শুরু থেকে ভালোই লড়াই হচ্ছিল দুই দলের মধ্যে। তাতে প্রথম গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ম্যাচের আধাঘন্টা অবধি। বার্সা এগিয়ে যায় ৩৭ মিনিটের মাথায়। কর্নার থেকে উড়ে আসা বলে জেরার্ড পিকের হেড ক্রসবারে বাধা পেলেও ফিরতি বলে দারুণ এক ভলিতে গোল করেন অবামেয়াং।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে নেমে ঝড়ের বেগে বিলবাওয়ের শিবিরের আক্রমণ করতে থাকে বার্সা। কোনোরকম প্রতিরোধ করার সুযোগই পায়নি বিলাবাও। তারই জেরে দ্বিতীয় গোল আসে ৭৩ মিনিটে।

৬৭ মিনিটে ফেরান তোরেসের বদলি হিসাবে নেমেছিলেন উসমান দেম্বেলে। বদলি নামার মিনিট ছয়েক পরই চমৎকার এক গোল করেন ফরাসি তারকা। ডি জংয়ের পাস ধরে মাঠের বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়েছিলেন দেম্বেলে। তার বুলেট গতির শট অনায়াসেই জাল খুঁজে নেয়।

নির্ধারিত সময়ের আগের শেষ তিন মিনিটে রীতিমতো বিলবাওয়ের জাল কাঁপিয়ে দেয় বার্সা। ৯০ মিনিটের মাথায় ডেম্বেলের ক্রসে হেড দিয়ে ব্যবধান ৩-০ করেন ডি জং। ৯৩ মিনিটে খুব কাছ থেকে দলের ‘এক হালি’ পূর্ন করেন বদলি হিসাবে নামা মেমফিস।

এই জয়ে ২৫ ম্যাচে ১২ জয় ও ৯ ড্রতে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বিলবাও আছে ৮ নাম্বারে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সার প্রতিপক্ষে গ্যালতাসারেই

ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সার প্রতিপক্ষে গ্যালতাসারেই

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

জমানো ক্ষোভ উগড়ে দিলেন জর্দি আলবা

জমানো ক্ষোভ উগড়ে দিলেন জর্দি আলবা