এসি মিলানকে শিরোপা না জিতিয়ে অবসর নিবেন না ইব্রাহিমোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
এসি মিলানকে শিরোপা না জিতিয়ে অবসর নিবেন না ইব্রাহিমোভিচ

ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বয়সের কোটা চল্লিশের কোটা পার হওয়ার পরও অবসর নিয়ে কোনো ভাবনা নেই তার। উল্টো নতুন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। জানিয়ছেন, এসি মিলানের হয়ে শিরোপা না জিতে অবসর নিবেন না।

ইতালিয়ান সিরি-এ’র ক্লাব এসি মিলানে দ্বিতীয় দফায় খেলছেন ইব্রাহিমোভিচ। আগের ধাপে ২০১০-১১ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি জিতেছিলেন ইতালিয়ান সুপার কাপ। তবে দ্বিতীয় দফায় এখনও শিরোপার স্বাদ পাননি এই সুইডিশ তারকা।

দ্বিতীয় দফায় এখনও শিরোপার স্বাদ না পেলেও চলতি ২০২১-২২ মৌসুমে দুইটি শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে এসি মিলান। লিগের শীর্ষে থাকা নাপোলির সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে মিলানের ক্লাবটি। এছাড়াও ইতালিয়ান সুপার কাপের শিরোপা দৌড়েও আছে এসি মিলান।

লিগে কিংবা লিগ কাপে শিরোপা দৌড়ে এসি মিলান থাকলেও ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন ইব্রাহিমোভিচ। মৌসুমের এই সময়ে ক্লাবের হয়ে খেলতে না পারায় হতাশ তিনি।

বলেন, ‘আমি হতাশ কারণ এই মুহূর্তে আমি খেলতে পারছি না। দল যখন ভালো করছে তখন খেলতে না পারলে হতাশ লাগে।’

ইব্রা জানিয়েছেন, অবসর যাওয়ার আগে একটি শিরোপা জিততে চাই। বিশেষ করে এসি মিলানের হয়ে একটি শিরোপা না জেতা পর্যন্ত খেলা ছাড়তে চাই না।

তিনি বলেন, ‘আমি দলের সাথে থাকতে চাই। ক্লাবে ফিরে আসার পর আমরা দূর্দান্ত করছি। এখন একটা জিনিসেরই অভাব আছে, তা হলো ট্রফি।’

ইব্রা আরও বলেন, ‘আমরা এটি অর্জনের জন্য লড়াই করছি, এসি মিলানের এই দলটির হয়ে কিছু না জেতা পর্যন্ত আমি খেলা ছাড়ব না।’

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে এসি মিলানের সাথে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। চলতি ২০২১-২২ মৌসুমের শেষেই এ চুক্তির মেয়াদ শেষ হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপেকে রিয়ালে যেতে বললেন ইব্রাহিমোভিচ

এমবাপেকে রিয়ালে যেতে বললেন ইব্রাহিমোভিচ

অবসর ভেঙেও ইউরোতে খেলতে পারছেন না ইব্রা

অবসর ভেঙেও ইউরোতে খেলতে পারছেন না ইব্রা

মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

ইউরোপিয়ান সুপার লিগ : উয়েফার তদন্ত স্থগিত

ইউরোপিয়ান সুপার লিগ : উয়েফার তদন্ত স্থগিত