গ্রুপপর্বে ডেনমার্ককে নিয়ে সতর্ক ফরাসি কোচ দেশম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০২ এপ্রিল ২০২২
গ্রুপপর্বে ডেনমার্ককে নিয়ে সতর্ক ফরাসি কোচ দেশম

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেনমার্কের বিপক্ষে জয় বঞ্চিত ছিল ফ্রান্স। ওই ম্যাচে জিততে না পারলেও শিরোপা নিজেদের ঘরেই তুলেছিল ফরাসিরা। টানা দ্বিতীয়বারের মতো ডেনমার্ককে নিজেদের গ্রুপে পেয়েছে ফ্রান্স। তাই তো ডেনিশদের নিয়ে বেশ সতর্ক কোচ দিদিয়ের দেশম।

শুক্রবার (১ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় নির্ধারিত হয় বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ। সেখানেই গ্রুপসঙ্গী হিসেবে ডেনমার্ক, তিউনিশিয়া এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ-১ জয়ী (সংযুক্ত আরব আমিরাত/অস্ট্রেলিয়া/পেরু) দলকে পেয়েছে ফ্রান্স।

অন্য দেশগুলোকে বেশি চিন্তিত না হলেও ডেনমার্ককে নিয়ে বেশ ভাবতে হচ্ছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে। কারণ গ্রুপ ‘ডি’ থেকে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যেতে হলে গ্রুপ ‘সি’র কঠিন প্রতিপক্ষকে মোকাবিলা করতে হবে। দ্বিতীয় রাউন্ডে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে ডেনমার্ককে হারানোর বিকল্প নেই ফ্রান্সের সামনে।

এদিকে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে ডেনমার্ক। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দারুণ ছন্দে ছিল ডেনিশরা। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ডেনমার্ক। তাই তো তাদেরকে নিয়ে একটু বেশিই চিন্তিত কোচ দেশম।

তিনি বলেন, ‘এই দলটির প্রতি আমাদের অনেক সম্মান দেখাতে হবে এবং মনে করার কোনো কারণ নেই যে এটা শুধু বলার জন্য বলা। আমরা বিশ্বের ১১তম দল নিয়ে কথা বলছি, যারা গত ইউরো ২০২০-এ সেমি-ফাইনালে খেলেছিল। তারা (র‌্যাঙ্কিংয়ে) জার্মানিরও ওপরে আছে।’

বিশ্বকাপের আগে উয়েফা নেশন্স কাপে ডেনমার্কের মুখোমুখি হবে ফ্রান্স। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি না এই ড্র নিখুঁত কিনা। এই গ্রীষ্মে নেশন্স লিগে দুটি ম্যাচ খেলার পর ডেনমার্ক আমাদের ব্যাপারে ভালোভাবে জানার সুযোগ পাবে। তাছাড়া এটি (বিশ্বকাপ) অন্য একটি প্রতিযোগিতা, তাই এটি ভিন্ন কিছু হতে যাচ্ছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষ হবে মেক্সিকো : স্ক্যালোনি

বিশ্বকাপে আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষ হবে মেক্সিকো : স্ক্যালোনি

কাতার বিশ্বকাপে ‘থাকবে না’ সমকামী পতাকা

কাতার বিশ্বকাপে ‘থাকবে না’ সমকামী পতাকা

গ্রুপের সবাই শক্তিশালী, আমাদের কঠিন লড়াই করতে হবে: তিতে

গ্রুপের সবাই শক্তিশালী, আমাদের কঠিন লড়াই করতে হবে: তিতে

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেই স্বাগতিক কাতার

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেই স্বাগতিক কাতার