গার্দিওয়ালাকে পাশে পাচ্ছেন সিটি গোলরক্ষক স্টেফান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ১৭ এপ্রিল ২০২২
গার্দিওয়ালাকে পাশে পাচ্ছেন সিটি গোলরক্ষক স্টেফান

দুঃসময়ে কোচ গার্দিওয়ালার সমর্থন পাচ্ছেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক জ্যাক স্টেফান। এফএ কাপ সেমি-ফাইনালে লিভারপুলের বিপক্ষে সিটিজেনদের নিয়মিত গোলরক্ষক এডারসনকে বিশ্রাম দিয়ে স্টেফানকে সুযোগ দিয়েছিলেন সিটি বস পেপ গার্দিওয়ালা। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি স্টেফান। বরং বড়সড় ভুল করে বসেছেন। এটাকে একটি দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করে এই মার্কিন গোলরক্ষকের পাশেই দাঁড়িয়েছেন গার্দিওয়ালা।

শনিবার (১৬ এপ্রিল) এফএ কাপ সেমি-ফাইনালে লিভারপুলের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি।  চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচ থেকে ৭ জনকে বিশ্রাম দিয়ে এদিন একাদশ সাজিয়েছিলেন সিটিজেন কোচ পেপ গার্দিওয়ালা। 

ম্যাচের ১৭ মিনিটে বল নিজের নিয়ন্ত্রণে আনতে গিয়ে ড্রিবলিংয়ের চেষ্টা করেন এই ম্যাচে সুযোগ পাওয়া স্টেফান। তবে সময় বেশি নিয়ে ফেলায় অলরেড ফুটবলার সাদিও মানে দ্রুত গতিতে স্লাইড করে বল পাঠিয়ে দেন সিটির জালে।

ম্যাচ শেষে স্টেফানের ড্রিবলিংয়ের বিষয়টি নিছক দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করেন পেপ গার্দিওয়ালা। তিনি বলেন, “আমি এখনো জ্যাকের (স্টেফান) সাথে কথা বলিনি। এটা শুধু একটি দুর্ঘটনাই ছিল। এ সময় আমাদের তার পাশে থাকতে হবে কারণ আমরা এভাবেই ফুটবল খেলি। এমনটা হতেই পারে।” 

ম্যাচে প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়া সিটি দ্বিতীয়ার্ধে দুই করে গোল করলেও শেষ পর্যন্ত ২-৩ গোলের ব্যবধানে হেরে এফএ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নেয়। 

লিভারপুলের বিপক্ষে ম্যাচে স্টেফান নিজের পারফর্মেন্স দিয়েই জায়গা আদায় করে নিয়েছে বলে মনে করেন সিটি বস। বলেন, “এটি যদি প্রায়ই ঘটে তাহলে আমাদের এটি নিয়ে পর্যালোচনা করা উচিত। কিন্তু আমরা আমাদের গোলরক্ষকদের প্রতিপক্ষকে ভিন্ন পথে নেওয়ার জন্য ব্যবহার করি। আমি নিশ্চিত যে জ্যাক এটা ইচ্ছা করে করেনি। স্ট্রাইকাররা তাদের সামনে থেকে এগুলো মিস করে , খুব কম সময়ই গোলরক্ষকরা মিস করে।” 

ম্যাচ হারলেও স্টেফানের প্রশংসা করেন পেপ গার্দিওয়ালা। ম্যাচটি খেলার যোগ্য ছিল বলেও মনে করেন। এমনকি তাকে একজন দুর্দান্ত গোলরক্ষক হিসেবেও উল্লেখ করেন তিনি। সিটি বস বলেন, “সে এই ম্যাচটি খেলার যোগ্য ছিল এবং এটার (ভুল) পরে সে দুর্দান্ত কিছু সেভ করেছে। সে একজন অসাধারণ গোলরক্ষক।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে লিভারপুল

সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে লিভারপুল

ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

অ্যাথলেটিকোর সমালোচনা করেননি, দাবি গার্দিওয়ালার

অ্যাথলেটিকোর সমালোচনা করেননি, দাবি গার্দিওয়ালার

সেমিফাইনালের প্রথম লেগে নেই জোয়াও ক্যানসেলো, শঙ্কায় ডি ব্রুইন ও ওয়াকার

সেমিফাইনালের প্রথম লেগে নেই জোয়াও ক্যানসেলো, শঙ্কায় ডি ব্রুইন ও ওয়াকার