ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমিয়ে তুললো লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ০৮ মে ২০২২
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমিয়ে তুললো লিভারপুল

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের সামনে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কেউ হোঁচট খেলেই সর্বনাশ। এখানেই লড়াই জমিয়ে তুলেছে জার্গেন ক্লপের দল। লিগে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করে আবারও সিটিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিলো তারা।

বাংলাদেশ সময় শনিবার (৭ মে) দিবাগত রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই প্রবল গতি আর আক্রমণাত্মক ফুটবলে টটেনহ‍্যামকে চেপে ধরার চেষ্টা করে লিভারপুল। তবে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে সুবিধা করতে পারছিলেন না সাদিও মানে-মোহামেদ সালাহরা।

আগে থেকেই লিভারপুলের আক্রমণের জবাব নিয়ে প্রস্ত্রুত ছিল টটেনহ্যাম। তার আসল চিত্র দেখা গেল মাঠের লড়াইয়ে। লিভারপুল ফরোয়ার্ডদের পায়ে বল আসলেই দল বেধে ঘিরে ধরেছে তারা। বিশেষ করে মানের উপর নজর রেখেছে তারা। সেনেগাল ফরোয়ার্ড বল পেলেই তাকে ঘিরে ধরেছেন তিন চারজন।

দুই দলের সমান লড়াইয়ে প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরী সত্ত্বেও গোলের দেখা পায়নি কোনো দলই। এর মধ্যে ম্যাচের ৩৯ ও ৪২তম মিনিটে দুটি ভালো সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে প্রথমবার ক্রসবার ও পরে টটেনহ্যাম গোলরক্ষকে আটকে যায় দ্য রেডরা।

দ্বিতীয়ার্ধ প্রায় একইভাবে শুরু করে লিভারপুল। তবে তাদেরকে হতবাক করে দিয়ে ৫৬তম মিনিটে এগিয়ে যায় টটেনহ‍্যাম। ডি বক্সের মাথা থেকে হ‍্যারি কেইনের পা হয়ে বল পান সেসেগনন। তার বাড়ানো বলে জাল খুজে নিতে কোনো সমস্যা হয়নি দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিনকে।

পিছিয়ে পড়ার পর গোলের জন‍্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। অবশেষে ৭৪তম মিনিটে ভাগ্যের জোরে গোল পেয়ে যায় তারা। ডি বক্সের বাইরে থেকে লুইস দিয়াজের শট আচমকা রদ্রিগো বেন্তানকুরের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। বাকি সময় কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করেছে লিভারপুল। তবে সামনের ম্যাচেই তাদেরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে সিটির সামনে। অন্যদিকে ৩৫ ম‍্যাচ ৬২ পয়েন্ট নিয়ে সেরা চারে থাকার আশা বাঁচিয়ে রেখেছে টটেনহ‍্যাম। তাদেরকে তাকিয়ে থাকতে হবে আর্সেনাল ও চেলসির দিকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

এভারটনের মাঠে পয়েন্ট হারালো চেলসি

এভারটনের মাঠে পয়েন্ট হারালো চেলসি

বেটিসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করলো বার্সেলোনা

বেটিসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করলো বার্সেলোনা

২০২৫ পর্যন্ত কোচ মিকেল আর্তেতার উপরই ভরসা রাখছে আর্সেনাল

২০২৫ পর্যন্ত কোচ মিকেল আর্তেতার উপরই ভরসা রাখছে আর্সেনাল