ডি ব্রুইনের চার গোলে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১০ এএম, ১২ মে ২০২২
ডি ব্রুইনের চার গোলে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে ম্যানসিটির সামনে সমীকরণ ছিল তিন ম্যাচে সাত পয়েন্ট। সে অনুযায়ী বেশ হিসেব কষেই এগোচ্ছে পেপ গার্দিওয়ালার দল। দুর্দান্ত গতিতে ছুটতে থাকা সিটি এবার ৫-১ গোলে উড়িয়ে দিলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। পাঁচ গোলের চারটিই করেছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

বাংলাদেশ সময় বুধবার (১১ মে) রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই গোলবন্যার শুরু করে সিটি। বের্নার্দো সিলভার ডিফেন্স চেরা পাস ধরে চমৎকার আড়াআড়ি শটে দলকে এগিয়ে নেন ডি ব্রুইন।

গোল খেয়ে খানিক তেঁতে উঠতে চেষ্টা করে উলভারহ্যাম্পটন। তাতে ম্যাচের ১১তম মিনিতেই সমতায় ফিরে তারা। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে পেদ্রো নেতোর কাটব্যাকে দারুণ এক গোল করেন ডি ব্রুইনের স্বদেশী লিন্ডার ডেনডোনকার।

বাকি সময়টা কেবল সিটির গোল উৎসবের। ষোড়শ মিনিটে ফের এগিয়ে যায় সিটি। বল নিয়ে ডি বক্সে ঢুকে রহিম স্টার্লিংকে বল বাড়ান ডি ব্রুইন। তবে ইংলিশ ফরোয়ার্ড বলের নাগাল পাননি। ওইদিকে গোলরক্ষকও ঠিকমতো বল ক্লিয়ার ক্লিয়ার করতে পারেননি। এই সু্যোগে নিজেই জাল কাঁপিয়ে দেন ব্রুইন।

ম্যাচের ২৪তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন গোলের নেশায় থাকা ব্রুইন। উলভারহ্যাম্পটনের একজনের কাছ থেকে বল কেড়ে স্টার্লিং বাড়ান বেলজিয়ান তারকাকে। ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে বাকি কাজটা সারেন তিনি। তাতে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।

৬০তম মিনিটে প্রতিপক্ষের কফিনে আরেকটা পেরেক মারেন সিটি তারকা। ফিল ফোডেনের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ডি বক্সের দিকে এগিয়ে যান তিনি। এই ফাকে ফোডেন ক্রস দেন স্টার্লিংকে। ইংলিশ তারকা পা হয়ে আবার বল পেয়ে যান ব্রুইন। চোখের পলকে জাল কাঁপিয়ে দেন তিনি।

৮৪তম মিনিটে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন স্টার্লিং। জ্যাক গ্রিলিশের কাছ থেকে বল পেয়ে গোলের জন্য শট নিয়েছিলেন জোয়াও কানসেলো। সেই শট স্বাগতিক এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় গোলমুখেই ওঁত পেতে থাকা স্টার্লিংয়ের কাছে। বাকি কাজটা সহজেই সারেন তিনি।

এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ফের ৩ পয়েন্টে নিয়ে গেল গার্দিওয়ালার দল। সঙ্গে গোল পার্থক্যেও এগিয়ে গেল বেশ। ৩৬ ম্যাচে ২৮ জয় ও ৫ ড্রয়ে সিটির পয়েন্ট এখন ৮৯, লিভারপুলের ৮৬। বাকি ২ ম্যাচে আর ৪ পয়েন্ট পেলেই শিরোপা উচিয়ে ধরবে সিটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাস্টন ভিলাকে হারিয়ে সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল

অ্যাস্টন ভিলাকে হারিয়ে সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল

গার্দিওয়ালার খোঁচার জবাবে পাল্টা তীর ছুড়লেন ক্লপ

গার্দিওয়ালার খোঁচার জবাবে পাল্টা তীর ছুড়লেন ক্লপ

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

ফুটবল বিশ্বে সবচেয়ে দামি স্পন্সর পেতে যাচ্ছে লিভারপুল

ফুটবল বিশ্বে সবচেয়ে দামি স্পন্সর পেতে যাচ্ছে লিভারপুল