পিএসজি ছেড়ে মিয়ামিতে যাবেন মেসি, হবেন ক্লাবের অংশীদারও!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৭ মে ২০২২
পিএসজি ছেড়ে মিয়ামিতে যাবেন মেসি, হবেন ক্লাবের অংশীদারও!

বর্তমান ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর সাথে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাবটিতে আর থাকবেন না আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। পিএসজির সাথে চুক্তির মেয়াদ না বাড়িয়ে মেসি যোগ দেবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। শুধু তাই নয়, ক্লাবটির ৩৫ শতাংশ শেয়ারও কিনবেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর।

যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন ‌‘ডাইরেক টিভি’র এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, পিএসজির সাথে মেসির চুক্তি রয়েছে ২০২৩ সাল পর্যন্ত। এরপরই পাড়ি দিবেন যুক্তরাষ্ট্রে। মেসিও এর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ইন্টার মিয়ামির অন্যতম মালিক এবং ব্যবস্থাপনা পরিচালক জর্জ মাস জানিয়েছেন, মেসিকে তারা দলে পেতে চান। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ডেভিড বেকহ্যামের সাথে মেসির ভালো সম্পর্ক রয়েছে। সে (মেসি) যখন পিএসজি ছাড়বে, তখন আমরা তাকে খেলোয়াড় ও মালিক পক্ষের অংশ হিসেবে পেতে চাই।”

পিএসজিতে খেললেও লিওনেল মেসি বর্তমানে কাজ করছেন ইন্টার মিয়ামির শেয়ার ক্রয় নিয়ে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব দ্রুতই মেসি ইন্টার মিয়ামি ক্লাবের ৩৫ শতাংশ মালিকানা কিনে নিবেন। যা শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

২০২০ সালে একবার ভবিষ্যতে যুক্ত্ররাষ্ট্রে যাওয়ার কথা বলেছিলেন মেসি। সেখানকার ফুটবলের অভিজ্ঞতা নেওয়া কথাও বলেছিলেন তিনি।এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন ফুটবল যাদুকর বলেছিলেন, “আমার যুক্তরাষ্ট্রে বসবাস করার স্বপ্ন রয়েছে। সেখানে বাস করার অভিজ্ঞতা নিতে চাই। ওখানকার লিগ (ফুটবল লিগ) কেমন সেটার অভিজ্ঞতাও নিতে চাই, তবে এখনই নয়।”

ইন্টার মিয়ামির শেয়ারহোল্ডার ডেভিড বেকহ্যামের সাথে ঘনিষ্ট সম্পর্ক এবং মেসির সেই সময়ের সাক্ষাৎকার বলা কথা -দুইয়ে দুই মিলিয়ে চার করতে চাইছে ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ। হয়তো চার হতে বেশি সময়ও বাকি নেই!

আধুনিক ফুটবলে ফুটবলারদের ক্যারিয়ারের শেষের দিকে মেজর লিগ সকারে যাওয়ার প্রবণতা বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই চীন বা জাপান লিগেও চলে যেতে চান। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিমাণ তুলনামূলকভাবে বেশি।

মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার যে সম্ভাব্যতা দেখা দিয়েছে, তা উড়িয়েও সম্ভব নয়। এর আগে মেসির সাবেক ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনা সতীর্থদেরও ইন্টার মিয়ামিতে যাওয়ার গুঞ্জন উঠেছিল। সেই তালিকায় নাম ছিল- লুইজ সুয়ারেজ, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবাদের। যদিও তারা তখন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন সুয়ারেজ। সে ক্ষেত্রে প্রিয় বন্ধু মেসির সাথে তার যাওয়ার ব্যাপারটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মেসির সাবেক আর্জেন্টিনা সতীর্থ গঞ্জালো হিগুয়েন ইন্টার মিয়ামিত যোগ দিয়েছেন ২০২০ সালেই। ফলে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে নেইমার-এমবাপেদের ছেড়ে মেসি যে যুক্ত্ররাষ্ট্রে যাচ্ছেন -এমনটা এখন নিশ্চিত ভাবছেন ফুটবল বিশ্লেষকরা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ থেকেও ‘বড় কিছু’ পিএসজিকে এনে দিয়েছেন মেসি

চ্যাম্পিয়নস লিগ থেকেও ‘বড় কিছু’ পিএসজিকে এনে দিয়েছেন মেসি

মেসি আবারও বার্সেলোনায় ফিরবে: জর্জ মেসি

মেসি আবারও বার্সেলোনায় ফিরবে: জর্জ মেসি

বার্সেলোনার হয়ে শিরোপা জয়ে শীর্ষে যারা

বার্সেলোনার হয়ে শিরোপা জয়ে শীর্ষে যারা

মেসি বার্সেলোনা ছাড়ার পর ‘কেদেঁছিলেন’ পিকে

মেসি বার্সেলোনা ছাড়ার পর ‘কেদেঁছিলেন’ পিকে