পেলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আরও কাছে নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৩ জুন ২০২২
পেলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আরও কাছে নেইমার

ফাইল ফটো

দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ আসরে আগাম বার্তা দেওয়া ব্রাজিলের ম্যাচে আরেক বার্তা দিয়েছেন নেইমার। সিউলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি পেনাল্টি থেকে দুটি গোল করেছেন তিনি। এর সুবাদে দেশটির কিংবদন্তি পেলের রেকর্ডের আরও কাছে চলে গেছেন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৭টি গোল করেছেন পেলে, যেখানে নেইমারের গোল সংখ্যা ৭৩।

দর্শকে ঠাসা সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রিমিয়ার লিগ থেকে গোল্ডেন বুট জয় করে আসা কোরিয় অধিনায়ক সন হিউং মিনকেও একেবারে কোনঠাসা করে রেখেছিলেন নেইমার। অথচ অনুশীলনের সময় ডান পায়ে চোট পাওয়ায় ম্যাচে নেইমারের অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তার গুঞ্জন উঠেছিল।

সকল শঙ্কা উড়িয়ে মাঠে নেমে তারকা দ্যুতি ছড়িয়েছেন পিএসজি তারকা নেইমার। ম্যাচে নেইমারের দুই গোল ছাড়াও রিচার্লিসন, ফিলিপ কুটিনহো এবং গাব্রিয়েল জেসুস একটি করে গোল করেন।

ম্যাচে নেইমারের দুটি গোলই আগে পেনাল্টি শট থেকে। বেশ ঠান্ডা মাথায় লক্ষ্য ভেদ করেন নেইমার। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে আন্তর্জাতিক ম্যাচে নিজের নামের পাশে ৭৩তম গোলের সংখ্যা বসান। যেখানে দেশের হয়ে আর মাত্র ৫টি গোল পেলেই কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে যাবেন নেইমার।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের পাঁচ গোল

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের পাঁচ গোল

রেকর্ড গড়ে রোমারিও-রোনালদোর পাশে নেইমার

রেকর্ড গড়ে রোমারিও-রোনালদোর পাশে নেইমার

তারকা হয়েও ফুটবলের বিশ্বমঞ্চে হতাশ করেছেন যারা

তারকা হয়েও ফুটবলের বিশ্বমঞ্চে হতাশ করেছেন যারা

নারীদের কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

নারীদের কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা