পিছিয়ে পড়েও শেখ রাসেলকে হারালো বসুন্ধরা কিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৬ জুন ২০২২
পিছিয়ে পড়েও শেখ রাসেলকে হারালো বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে প্রথমেই পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজেনের শিষ্যরা।

রোববার (২৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ডি বক্সে আকিনাদকে ফেলে দেন কিংস ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন আইজার আকমোতভ।

তবে খুব বেশি সময় এই লিড ধরে রাখতে পারেনি শেখ রাসেল। ম্যাচের ৩৮তম মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। রবসনের কাছ থেকেও পাওয়া বল পোস্টে পাঠিয়ে দলকে সমতায় ফেরান বসুন্ধরার ব্রাজিলিয়ান রিক্রুট মিগুয়েল ফেরেইরা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় সমতায় মাঠ ছাড়ে দু’দল।

দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে সহজ দুইটি সুযোগ নষ্ট করেন বসুন্ধরা কিংসের বিপলু ও রবসন। তবে এরপরেও তাদেরকে হতাশায় পুড়তে হয়নি। ম্যাচের ৬৫তম মিনিটে লিড পায় বসুন্ধরা কিংস। খালিদ শফির গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে আবারও বসুন্ধরাকে এগিয়ে নেন রবসন। এতেই ৩-১ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। তবে ম্যাচের যোগ করা সময়ে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে তোলেন মান্নাফ রাব্বি। তার গোলে ব্যবধান কমায় শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়া ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই জয়ে ১৭ ম্যাচে কিংসের পয়েন্ট ৪৪। এক ম্যাচ কম খেলা ঢাকা আবাহনী ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। এদিকে ১৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

ইতিহাস গড়ার ম্যাচে বসুন্ধরার জয়

ইতিহাস গড়ার ম্যাচে বসুন্ধরার জয়

রেফারিংয়ে অসন্তুষ্ট সাইফ স্পোর্টিংয়ের কোচ ক্রুসিয়ানি

রেফারিংয়ে অসন্তুষ্ট সাইফ স্পোর্টিংয়ের কোচ ক্রুসিয়ানি

মৌসুমের প্রথম ম্যাচেই অঘটনের শিকার বসুন্ধরা কিংস

মৌসুমের প্রথম ম্যাচেই অঘটনের শিকার বসুন্ধরা কিংস