‘জাপানি মেসি’ কুবোকে বিক্রি করলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ পিএম, ২০ জুলাই ২০২২
‘জাপানি মেসি’ কুবোকে বিক্রি করলো রিয়াল মাদ্রিদ

তিন বছর আগে স্বপ্ন নিয়ে নিজ দেশ ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ‘জাপানি মেসি’ খ্যাত তাকেফুসো কুবো। ২০১৯ সালে ক্লাবটিতে যোগ দেওয়া কুবো কখনই খেলেননি রিয়ালের জার্সিতে। যোগ দেওয়ার পরের তিন মৌসুমেই বিভিন্ন ক্লাবে ধারে খেলেছেন এই ফুটবলার। এবার তাকে স্থায়ীভাবেই বিক্রি করে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার পর থেকেই ধারে বিভিন্ন ক্লাবে খেলা কুবো সর্বশেষ মৌসুমে খেলেছিলেন মায়োর্কার হয়ে। এর আগে অবশ্য ভিয়ারিয়াল ও গেতাফের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন।

প্রত্যেক মৌসুমে ধারে অন্য ক্লাবে খেলায় রিয়ালের জার্সিতে তার আর মাঠে নামা হয়নি। এমনকি নিকট ভবিষ্যতেও সেটা সম্ভব কি-না তা নিয়েও রয়েছে সন্দেহ। এমন অবস্থাতেই রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন লা লিগার আরেক ক্লাব রিয়াল সোসিয়াদাদে।

২১ বছর বয়সী এই ফুটবলারকে পাঁচ বছরের জন্য নিজেদের ডেরায় নিয়েছে রিয়াল সোসিয়াদাদ। তাকে দলে ভেড়াতে কি পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে সেই বিষয়ে অবশ্য কোনো তথ্য দেয়নি রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে না পারলেও লা লিগায় এখন পর্যন্ত ৯৩ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন কুবো। এই সময়ে সতীর্থদের দিয়ে ৭ গোল করানোর পাশাপাশি নিজে করেছেন ৬ গোল।

জাপানের জার্সিতেও ইতিমধ্যে অভিষেক হয়েছে এই তরুণ ফুটবলারের।  ২১ বছর বয়সী কুবো জাপান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৮ ম্যাচ, গোল করেছেন একটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

ফুটবলকে বিদায় দিতে নয়, ট্রফি জিততে লস অ্যাঞ্জেলসে এসেছি: বেল

ফুটবলকে বিদায় দিতে নয়, ট্রফি জিততে লস অ্যাঞ্জেলসে এসেছি: বেল

ফিওরেন্তিনায় যোগ দিলেন লুকা জোভিক

ফিওরেন্তিনায় যোগ দিলেন লুকা জোভিক

রিয়ালে রামোসের অভাব বোধ করছেন মদ্রিচ

রিয়ালে রামোসের অভাব বোধ করছেন মদ্রিচ