পাঁচ বছরের চুক্তিতে মেসি-নেইমারদের দলে মুকিয়েলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৭ জুলাই ২০২২
পাঁচ বছরের চুক্তিতে মেসি-নেইমারদের দলে মুকিয়েলে

ফরাসি ডিফেন্ডার নর্দি মুকিয়েলেকে আরবি লিপজিগ থেকে দলে ভিড়িয়েছে মেসি-নেইমারদের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই -পিএসজি। ২৪ বছর বয়সী এ ডিফেন্ডারকে দলে নিতে চেলসিও আগ্রহ প্রকাশ করেছিল। তবে পিএসজির সাথে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন মুকিয়েলে।

মন্টিপিলিয়ান থেকে চার বছর আগে জার্মানিতে গিয়েছিলেন মুকিয়েলে। এ সময়ে লিপজিগ ইউরোপা লিগের সেমি-ফাইনালে খেলা ছাড়াও জার্মান কাপের শিরোপা জয় করেছিল। বুন্দেসলিগা ক্লাবটির হয়ে মুকিয়েলে ১৪৫টি ম্যাচ খেলে ১০ গোল করা ছাড়াও ১১টি এ্যাসিস্টও করেছেন।

ফ্রান্স অনুর্ধ্ব-১৮ দলের হয়েও খেলেছেন মুকিয়েলে। ২০২১ সালের সেপ্টেম্বরে ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন।

রাইট-ব্যাক হিসেবে পরিচিতি পেলেও সেন্টার-ব্যাকেও খেলে থাকেন মুকিয়েলে। এবারের গ্রীষ্মে এনিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে মুকিয়েলেকে দলে টানলো পিএসজি। যদিও ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে নিতে চেলসিও আগ্রহ প্রকাশ করেছিল।

এর আগে ফরাসি স্ট্রাইকার একিটিকেকে রেইমস থেকে এক বছরের ধারে ও পর্তুগীজ মিডফিল্ডার ভিটিনহাকে পোর্তো থেকে পাঁচ বছরের ধারে দলে ভিড়িয়েছে প্যারিসের জায়ান্টরা। মরিসিও পোচেত্তিনোর স্থানে দলে নতুন আসা কোচ ক্রিস্টোফে গালটিয়ারের অধীনে এটা দ্বিতীয় চুক্তি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলনে ট্যাকল, রামোসের প্রতি ক্ষুব্ধ মেসি

অনুশীলনে ট্যাকল, রামোসের প্রতি ক্ষুব্ধ মেসি

পেনাল্টি আদায় করে সমালোচনার মুখে নেইমার

পেনাল্টি আদায় করে সমালোচনার মুখে নেইমার

পিএসজির ডেরা ছাড়তে চান না নেইমার

পিএসজির ডেরা ছাড়তে চান না নেইমার

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি